পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ISRO-র বিজ্ঞানীদের সাধুবাদ বলিউড সেলেব্রিটিদের

মাটি ছোঁয়ার 2 কিলোমিটার 100 মিটার আগে ISRO-র সঙ্গে যোগাযোগ বন্ধ হয়েছে চন্দ্রযান 2-এর। তবে শত বাধা সত্ত্বেও ভারতীয় বিজ্ঞানীদের এই সাফল্যে সাধুবাদ জানাল বলিউড সেলেব্রিটিরা।

ISRO-কে বলিউড সেলেব্রিটি

By

Published : Sep 7, 2019, 1:41 PM IST

মুম্বই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতোই বলিউড সেলেব্রিটিরাও বলছেন যে, শেষ মুহূর্তের এই ব্য়র্থতা তাঁদের চাঁদে পা দেওয়ার ক্ষিদেকে আরও বাড়িয়ে দেবে। তাই আশাহত হওয়ার বদলে আরও পরিশ্রম করার তাগিদ সবার মধ্যে। এক ঝলকে দেখে নেওয়া যাক, কোন তারকা কী পোস্ট করলেন সোশাল মিডিয়ায়।

অমিতাভ বচ্চন : গর্ব কখনও হার মানে না। আমাদের গর্ব, আমাদের জয়। ISRO কে নিয়ে আমরা গর্বিত।

অক্ষয় কুমার : এক্সপেরিমেন্ট ছাড়া বিজ্ঞানের অস্তিত্ব নেই। কখনও আমরা সফল হই, কখনও আমরা শিখি। ISRO-র ব্রিলিয়ান্ট মস্তিষ্কদের স্যালুট। আমরা আত্মবিশ্বাসী যে, চন্দ্রযান 2 খুব তাড়াতাড়ি চন্দ্রযান 3-এর পথ খুলে দেবে।

অনিল কাপুর : নরেন্দ্র মোদি ঠিকই বলেছেন, ISRO-র কাছে সাফল্যের এনসাইক্লোপিডিয়া আছে। আর আমাদের স্পেস প্রোগ্রামের ব্যাপারে বলতে গেলে বলতে হয়, সেরাটা আসা এখনও বাকি আছে।

সুভাষ ঘাই : ব্রাভো ISRO ব্রাভো টিম, নরেন্দ্র মোদি আমরা আপনাকে নিয়ে গর্বিত।

তাপসী পান্নু : জীবনের সবথেকে বড় ঝাঁপ দেওয়ার আগে কয়েক পা পিছিয়ে আসা ভালো। ISRO তুমি আমাদের হিরো।

সানি দেওল : যোগাযোগ হারিয়েছে, তবে আশা হারায়নি। তোমায় নিয়ে আমরা গর্বিত ISRO।

সেলিনা জেটলি : সারা পৃথিবীর কয়েকটামাত্র এলিট দেশের মধ্যে ভারত অন্যতম, যারা স্পেস প্রোগ্রাম করার ক্ষেত্রে সফল হয়েছে। ব্যর্থতা একটা ডিলে মাত্র, তবে হেরে যাওয়া নয়।

ABOUT THE AUTHOR

...view details