পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'কোয়ারেন্টাইন্ড' স্ট্যাম্প লাগানো হাত আমার নয়, ভুল ভাঙালেন অমিতাভ

'হোম কোয়ারেন্টাইন্ড'-এর স্ট্যাম্প লাগানো ছবিতে যে হাত রয়েছে তা অমিতাভের নয় । একথা নিজের ব্লগে শেয়ার করেন অভিনেতা নিজেই । এভাবেই ভক্তদের চিন্তা থেকে মুক্তি দেন তিনি ।

মবন
মনব

By

Published : Mar 19, 2020, 7:35 PM IST

মুম্বই : কোয়ারেন্টাইনে রয়েছেন অমিতাভ বচ্চন । গতকাল এই খবর ছড়িয়ে পড়ে গোটা সোশাল মিডিয়ায় । তা অবশ্য বিগ বি নিজের একটি পোস্টের জেরেই । গতকাল হাতে 'হোম কোয়ারেন্টাইন্ড'-এর স্ট্যাম্প লাগানো ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি । ব্যস সেখান থেকেই শুরু হয় একটা ভুল বোঝাবুঝি । তাঁর ভক্তরা অনেকেই ভাবেন যে হাতে 'কোয়ারেন্টাইন্ড' স্ট্যাম্প লাগিয়ে বাড়িতে রয়েছেন অমিতাভ । আর তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকেই । যদিও পরে অবশ্য ভক্তদের ভুল ভাঙেন অমিতাভ নিজেই ।

দেশে কোরোনার প্রকোপ দিন দিন বাড়ছে ৷ ভারতে এখনও পর্যন্ত যে 180 জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে, তাদের মধ্যে 49 জন মহারাষ্ট্রের ৷ যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে মহারাষ্ট্রের প্রশাসনের কপালে ৷ কোরোনা আতঙ্কের মাঝেই বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা মানুষের হাতে বিশেষ চিহ্নিতকরণ ছাপ দেওয়া শুরু করেছে মহারাষ্ট্র সরকার । আর সেই একই ছাপ লাগানো হাতের ছবি পোস্ট করে নিজেকে কোয়ারেন্টাইনে রাখার খবর ভক্তদের দেন অমিতাভ ।

আরও পড়ুন : হাতে 'হোম কোয়ারেন্টাইনড' স্ট্যাম্প লাগালেন অমিতাভ

যা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা । অনেকেই অমিতাভের শরীর নিয়ে চিন্তাভাবনা শুরু করেন দেন । আবার অনেকেই সোশাল মিডিয়ায় তাঁর ছবির নিচে উদ্বেগ প্রকাশ করে একাধিক মন্তব্য করতে থাকেন । পরে অবশ্য তাঁদের ভুল ভাঙিয়ে ব্লগে অমিতাভ লেখেন, "আমার সোশাল মিডিয়ায় যে কালির ছাপ দেওয়া হাতের ছবিটি দেখা গিয়েছিল, তা সারাদিন ধরে ব্রেকিং নিউজ় ও টিভি চ্যানেলে ঘুরে বেরিয়েছে । আমায় ফোন করে সাহস ও আশা জোগাতে শুরু করেন বন্ধুরা । তবে সবার জন্য বলছি, আমি ভালো আছি...ছবিতে হাতটি অন্য কারও । আমি শুধু এটা জানাতে চেয়েছিলাম যে যাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁদের সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে । হাতে কালি দেওয়া কারও সঙ্গে দেখা হলেই যাতে আইসোলেশনে পাঠানো যায় । এটা আমার হাত নয়...এই ভুল খবর ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়নি ।"

কোরোনা ভাইরাস নিয়ে বেশ কিছুদিন ধরেই সতর্কতা তৈরি করছেন অমিতাভ । এই বিষয়ে নিজে একটি কবিতা লিখে তা পাঠও করেছেন । জলসার সামনে তাঁকে দেখতে জমে থাকা অনুরাগীদের ভিড়কে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে রবিবারের মিটিংও বাতিল করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details