মুম্বই : ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন স্বাদের ছবি করে এসেছেন ভূমি পেদনেকর । কোনওদিন টাইপকাস্ট করা যায়নি তাঁকে । নাচ গানে ভরা কমার্শিয়াল ছবি করেছেন, সমাজ সচেতনতামূলক ছবি করেছেন, হরর ফিল্ম করেছেন, রোম্যান্টিক ছবিও করেছেন । তাও মন ভরেনি তাঁর । সব ধরনের ভাষায় হওয়া সব ধরনের জঁরে কাজ করতে চান ভূমি ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, "আমি সবধরনের জঁর এক্সপ্লোর করতে চাই । সেরা পারফর্মেন্স দিতে চাই । একজন শিল্পী হিসেবে এটা আমার অ্যাম্বিশন । ভারতের সব সেরা ছবির অংশ হতে চাই আমি । নিজেকে আরও বেশি করে চ্যালেঞ্জের মুখে ফেলতে চাই, সেরাটা বের করে আনতে চাই ।"