পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভারতের সব সেরা ছবির অংশ হতে চাই, বললেন ভূমি

ভারত জুড়ে যে সমস্ত ছবি তৈরি হচ্ছে, তার মধ্যে সেরা ছবিগুলোর অংশ হতে চান, নিজের সেরা পারফর্মেন্সটা দিতে চান....আশা উচ্চাকাঙ্খী ভূমি পেদনেকরের ।

Bhumi Pednekar wants best films
Bhumi Pednekar wants best films

By

Published : Nov 30, 2020, 5:17 PM IST

মুম্বই : ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন স্বাদের ছবি করে এসেছেন ভূমি পেদনেকর । কোনওদিন টাইপকাস্ট করা যায়নি তাঁকে । নাচ গানে ভরা কমার্শিয়াল ছবি করেছেন, সমাজ সচেতনতামূলক ছবি করেছেন, হরর ফিল্ম করেছেন, রোম্যান্টিক ছবিও করেছেন । তাও মন ভরেনি তাঁর । সব ধরনের ভাষায় হওয়া সব ধরনের জঁরে কাজ করতে চান ভূমি ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, "আমি সবধরনের জঁর এক্সপ্লোর করতে চাই । সেরা পারফর্মেন্স দিতে চাই । একজন শিল্পী হিসেবে এটা আমার অ্যাম্বিশন । ভারতের সব সেরা ছবির অংশ হতে চাই আমি । নিজেকে আরও বেশি করে চ্যালেঞ্জের মুখে ফেলতে চাই, সেরাটা বের করে আনতে চাই ।"

'দুর্গামতী'-র ডাবিংয়ে

উচ্চাকাঙ্খী ভূমির প্রতিটা শব্দে উড়ানের স্বপ্ন । কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছাড়া ইন্ডাস্ট্রিতে এসে তিনি যেভাবে প্রথম সারির একজন হয়ে উঠেছেন মাত্র কয়েক বছরে, তাতে তাঁর স্বপ্ন দেখাটা খুব একটা অবাস্তব নয় ।

11 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাচ্ছে হরর ফিল্ম 'দুর্গামতী' । সেদিক থেকেও নিজেকে ভেঙেছেন ভূমি ।

এর আগে তিনি 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ'-এ অভিনয় করেছিলেন ঠিকই । তবে সাধারণ মানুষের চরিত্রে । এই প্রথম ভূমিকে দেখা যাবে সুপারন্যাচরাল চরিত্রে, প্রতিশোধ নিতে দুর্গামতী ফিরবে পৃথিবীতে । তবে প্রতিশোধের কারণটা কী ? সেটা জানা যাবে 11 ডিসেম্বরেই ।

ABOUT THE AUTHOR

...view details