পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভারতের সব সেরা ছবির অংশ হতে চাই, বললেন ভূমি - ভূমি পেদনেকরের খবর

ভারত জুড়ে যে সমস্ত ছবি তৈরি হচ্ছে, তার মধ্যে সেরা ছবিগুলোর অংশ হতে চান, নিজের সেরা পারফর্মেন্সটা দিতে চান....আশা উচ্চাকাঙ্খী ভূমি পেদনেকরের ।

Bhumi Pednekar wants best films
Bhumi Pednekar wants best films

By

Published : Nov 30, 2020, 5:17 PM IST

মুম্বই : ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন স্বাদের ছবি করে এসেছেন ভূমি পেদনেকর । কোনওদিন টাইপকাস্ট করা যায়নি তাঁকে । নাচ গানে ভরা কমার্শিয়াল ছবি করেছেন, সমাজ সচেতনতামূলক ছবি করেছেন, হরর ফিল্ম করেছেন, রোম্যান্টিক ছবিও করেছেন । তাও মন ভরেনি তাঁর । সব ধরনের ভাষায় হওয়া সব ধরনের জঁরে কাজ করতে চান ভূমি ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, "আমি সবধরনের জঁর এক্সপ্লোর করতে চাই । সেরা পারফর্মেন্স দিতে চাই । একজন শিল্পী হিসেবে এটা আমার অ্যাম্বিশন । ভারতের সব সেরা ছবির অংশ হতে চাই আমি । নিজেকে আরও বেশি করে চ্যালেঞ্জের মুখে ফেলতে চাই, সেরাটা বের করে আনতে চাই ।"

'দুর্গামতী'-র ডাবিংয়ে

উচ্চাকাঙ্খী ভূমির প্রতিটা শব্দে উড়ানের স্বপ্ন । কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছাড়া ইন্ডাস্ট্রিতে এসে তিনি যেভাবে প্রথম সারির একজন হয়ে উঠেছেন মাত্র কয়েক বছরে, তাতে তাঁর স্বপ্ন দেখাটা খুব একটা অবাস্তব নয় ।

11 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাচ্ছে হরর ফিল্ম 'দুর্গামতী' । সেদিক থেকেও নিজেকে ভেঙেছেন ভূমি ।

এর আগে তিনি 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ'-এ অভিনয় করেছিলেন ঠিকই । তবে সাধারণ মানুষের চরিত্রে । এই প্রথম ভূমিকে দেখা যাবে সুপারন্যাচরাল চরিত্রে, প্রতিশোধ নিতে দুর্গামতী ফিরবে পৃথিবীতে । তবে প্রতিশোধের কারণটা কী ? সেটা জানা যাবে 11 ডিসেম্বরেই ।

ABOUT THE AUTHOR

...view details