পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দীর্ঘস্থায়ী অস্তিত্বের পথ জানাবেন ভূমি

গ্লোবাল ওয়ার্মিং, দাবানল-এর মতো ন্যাচরাল ক্যালামিটির বিরুদ্ধে গিয়ে কী করে এই পৃথিবীকে সাসটেনেবল করা যায়? এই প্রসঙ্গে নতুন ক্যাম্পেন শুরু করলেন ভূমি পেদনেকর। নাম 'ক্লাইমেট ওয়ারিয়র'।

Bhumi Pednekar sustainable living

By

Published : Sep 21, 2019, 3:00 PM IST

মুম্বই : নাগরিক সভ্যতার চাপে প্রকৃতি আজ রুষ্ট। কী করে দুই তরফ বজায় রেখে সুন্দর ভাবে বেঁচে থাকা যায়, তাই নিয়ে ভূমির নতুন ক্যাম্পেন 'ক্লাইমেট ওয়ারিয়র'।

IANS-কে তিনি বলেন, "মনুষ্য সভ্যতা আমাদের পরিবেশকে ভীষণভাবে ধ্বংস করেছে। ধ্বংসের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যেখানে তাকে সুস্থ করে তোলার কোনও উপায় নেই এবং আমরা ভাবছি আমাদের হাতে অনেক সময় রয়েছে।"

ভূমি

'ক্লাইমেট ওয়ারিয়র' এমন একটা সোশাল প্ল্যাটফর্ম যেখানে ভূমি কানেক্ট করবেন অজস্র মানুষের সঙ্গে। তাঁদের সচেতন করবেন পরিবেশ নিয়ে এবং ইকো-ফ্রেন্ডলি জীবনযাত্রাকে বেছে নিতে শেখাবেন তিনি।

ভূমি আরও জানান, "আমি কিছু মজার ভিডিয়ো তৈরি করব এই প্ল্যাটফর্মে। সেখানে দেখানো হবে, আমি আমার জীবনে কীভাবে ছোটো ছোটো পরিবর্তন করেছি এবং তোমরা প্রাকৃতিক সম্পদকে বাঁচাতে কী করতে পার।"

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

ভূমির এই উদ্যোগ খুবই তারিফযোগ্য। এবং ক্যারিয়ারের সঙ্গে তিনি তাঁর নতুন প্রোজেক্ট নিয়েও খুব আশাবাদী।

ABOUT THE AUTHOR

...view details