মুম্বই : ক্রিমিনাল আইনজীবী ও আইনমন্ত্রী রাম জেঠমালানির মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন বলিউড তারকারা । সোশাল মিডিয়ায় রাম জেঠমালানিকে শ্রদ্ধা নিবেদন করলেন তাঁরা । তাঁর বয়স হয়েছিল 95 বছর ।
পরিচালক মহেশ ভাট টুইটারে তাঁকে শ্রদ্ধা জানালেন । তিনি টুইট করেন, "এমন কী, আকাশেরও তারাদের বিদায় জানাতে শিখতে হবে । আমার জীবনকে ছোঁয়ার জন্য আপনাকে ধন্যবাদ । 95 বছর বয়সে মারা গেলেন রাম জেঠমালানি ।"
টরেন্টোতে 'দা স্কাই ইজ় পিঙ্ক'-র শুটিংয়ে ব্যস্ত থাকলেও তাঁর সঙ্গে কাটানো মুহূর্তের কথা মনে করলেন অভিনেতা ফারহান আখতার । তিনি টুইট করেন, "RIP রাম জেঠমালানি জি । আপনার সঙ্গে কাটানো সময় আমার স্মৃতিতে সবসময় থাকবে । পরিবারের প্রতি সমবেদনা ।"
সোহা আলি খান ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন । যেখানে কুনাল খেমু ও তাঁর সঙ্গে রাম জেঠমালানিকে দেখা যাচ্ছে । তিনি ক্যাপশনে লেখেন, "আজ আমরা একজন উজ্জ্বল আইনজীবী ও বিদ্রোহীকে হারালাম । সম্মিলিত ভারতের রক্ষককে হারালাম । রাম জেঠমালানির অস্বাভাবিক নৈতিক সাহস ও কৌতূহলী আইনী মন স্বাধীন ভারতের কাছে একটি বিরল উপহার । ব্যক্তিগতভাবে তিনি আমার প্রতি করুণাময় ছিলেন... আমি তাঁকে খুব মিস করব..."
নিমরত কৌর লেখেন, "আপনি দেশের যেখানেই বড় হয়ে উঠেছেন না কেন, পেশা হিসেবে আপনি আইন শিখতে গেলে একটা নাম শুনেই থাকবেন, তিনি রাম জেঠমালানি... তাঁর অদম্য কাজের জন্য তাঁকে সেলুট ।"
জেঠমালানি 1988 সালে রাজ্যসভার সদস্য হয়েছিলেন । পরে আইনমন্ত্রী ও নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ির মন্ত্রীসভায় দায়িত্ব পালন করেন । তিনি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানও ছিলেন । 2017 সালের সেপ্টেম্বর মাসে তিনি তাঁর রিটায়ারমেন্টের কথা ঘোষণা করেছিলেন ।