মুম্বই : পরিচালক জে ওম প্রকাশের মৃত্য়ুতে দুঃখপ্রকাশ করলেন বলিউডের তারকারা । অভিনেতা হৃতিক রোশনের দাদু ছিলেন পরিচালক ওম প্রকাশ । তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ ও সমবেদনা জানাতে শুরু করে বি-টাউন ।
অভিনেতা অজয় দেবগন টুইট করেন, "ওম প্রকাশ জি আপনাকে সকলে চিরকাল মনে রাখবে । ভারতীয় সিনেমায় আপনার অবদান একটি উপহার, যা আমাদের জন্য থেকে গেল । আমি শোকাহত এবং আপনার পরিবারের প্রতি আমার সমবেদনা ।"
অজয় দেবগনের স্ত্রী ও অভিনেত্রী কাজল টুইট করেন, "ভারতীয় সিনেমাতে আপনার অবদান সকলে চিরকাল মনে রাখবে । আপনি আমাদের মনের মধ্যে চিরকাল থেকে যাবেন । আপনার পরিবারের প্রতি সমবেদনা ।"
জিম্মি শেরগিল সুষমা স্বরাজ ও ওম প্রকাশ দু'জনেরই মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন । তিনি টুইটারে লেখেন, "RIP #SushmaSwaraj RIP #JOmPrakash.. দুঃখের দিন । পরিবারের প্রতি সমবেদনা । এই ক্ষতিকে সহ্য করার ক্ষমতা ভগবান আপনাদের দিক ।"