পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মোমবাতি-প্রদীপ জ্বালিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল বলিউড - 9 PM 9 Mins appeal

কোরোনার অন্ধকারকে মুছে দিয়ে আলোর দিশা দেখানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই আহ্বানে গোটা দেশের পাশাপাশি সামিল হয়েছিলেন তারকারাও ।

sfd
sdf

By

Published : Apr 6, 2020, 8:47 AM IST

মুম্বই : রবিবার রাত 9টা । অন্ধকারে ডুবে গেল গোটা দেশ । বৈদ্যুতিন আলো নিভে যাওয়ার অন্ধকার । মুহূর্তের মধ্যে জ্বলে উঠল প্রদীপ ও মোমবাতি । মুহূর্তের মধ্যে এই আলোতেই আলোকিত হয়ে উঠল দেশ । এটা যেন জয়ের আলো । একতার আলো । কোরোনার মতো অশুভ শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার আলো । এই লড়াইয়ে শামিল হয়েছিল গোটা দেশ । বাদ যাননি বলিউড তারকারাও । হাতে মোমবাতি নিয়ে বাড়ির বারান্দায় দাঁড়ান তাঁরা । আর এভাবেই কোরোনার অন্ধকারকে মুছে দেওয়ার প্রার্থনা করেন সেলেবরা ।

রাত 9টার সময় হাতে মোমবাতি নিয়ে নিজের বারান্দায় দাঁড়ান অক্ষয় কুমার । ছবিটি পোস্ট করেন ইনস্টাগ্রামে । তার ক্যাপশনে লেখেন, "আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই অন্ধকার থেকে বেরিয়ে আসবই । ততদিন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন ।" কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পিএম কেয়ার্স ফান্ডে 25 কোটি টাকা অনুদান দেন অক্ষয় । বলিউড তারকাদের মধ্যে তিনিই প্রথম অনুদান দেন ওই ফান্ডে ।

এই লড়াইতে শামিল হন দীপিকা পাডুকোন ও রণবীর সিংও । হাতে মোমবাতি নিয়ে বারান্দায় দাঁড়ান তাঁরা । অন্ধকারকে দূর করে ভালো দিনের অপেক্ষায় রয়েছেন তাঁরাও । খুব তাড়াতাড়ি ভালোদিন আসবে বলে আশাবাদী দীপিকা । ওই একই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন রণবীরও ।

একটি ভিডিয়ো শেয়ার করেন করণ জোহর । নিজের বাড়ির বারান্দায় দুই সন্তান রুহি ও যশ এবং মায়ের সঙ্গে দেখা যায় তাঁকে । ভিডিয়োর শুরুতে শহরের ছবিটা তুলে ধরেন তিনি । তারপর মোমবাতির পাশাপাশি ফোনের ফ্ল্যাশলাইট জ্বেলে রুহি ও যশের সঙ্গে কথা বলেন । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "এই অন্ধকার পথের শেষে রয়েছে আলো..."

থালায় রং বেরঙের মোমবাতি জ্বালান কার্তিক আরিয়ান । তারপর সেই থালার সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "ঐক্যবদ্ধ হয়ে সবকিছুই সম্ভব"। কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডে 1 কোটি টাকা অনুদান দেন তিনি ।

অন্য তারকাদের পাশাপাশি এই লড়াইতে শামিল হয়েছিলেন তাপসী পান্নুও । বারান্দায় দুটি মোমবাতি জ্বালান তিনি । তারপর সেই ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় । যদিও তিনি এই লড়াইতে শামিল হবেন কি না তা নিয়ে ধোঁয়াশা ছিল । কারণ প্রধানমন্ত্রীর আবেদনের পরই টুইট করে এই আবেদনের কটাক্ষ করেছিলেন তিনি । তাতে অবশ্য নেটিজ়েনদের সমালোচনার মুখে পড়েন । অবশেষে সব বিতর্ক কাটিয়ে অন্ধকারের বিরুদ্ধে লড়াইতে শামিল হন তিনিও ।

হাতে মোমবাতি নিয়ে প্রার্থনা করতে দেখা যায় কৃতি শ্যাননকে । কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডে নিজের সাধ্য মতো অনুদান দেন তিনিও । পাশাপাশি সবাইকে অনুদান দেওয়ার জন্য অনুরোধও করেন ।

বাড়ির বারান্দায় মোমবাতি জ্বালান ভিকি । তারপর সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি ।

বিরাটের সঙ্গে প্রদীপ জ্বালান অনুষ্কা শর্মা । ছাদের মধ্যে প্রদীপ জ্বালাতে দেখা গিয়েছে তাঁদের । সঙ্গে রয়েছে তাঁদের পোষ্যও । ছবির ক্যাপশনে দেশের বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেছেন অনুষ্কা ।

মোমবাতি নয়, ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এই লড়াইতে শামিল হন ভূমি পেদনেকর । পরিবারের সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে দেখা যায় তাঁকে । পাশাপাশি চিকিৎসক, পুলিশ, সাফাইকর্মীদের ধন্যবাদ জানান তিনি । যাঁরা নিজের জীবনের তোয়াক্কা না করেই কাজ করে চলেছেন ।

এছাড়াও এই লড়াইতে শামিল হয়েছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী, সিদ্ধার্থ মলহোত্রা, একতা কাপুল, বাদশা, শ্রেয়া ঘোষাল, ইশা গুপ্তা, কপিল শর্মা, সোহা আলি খান, ডায়না পেন্টি, কাজল আগরওয়ালের মতো তারকারা ।

ABOUT THE AUTHOR

...view details