পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

370 ধারা প্রত্যাহারকে স্বাগত জানাল বি-টাউন - kashmir

ভারতীয় লোকতন্ত্রের জন্য আজ একটি ঐতিহাসিক দিন । বলিউডের তারকারাও কেন্দ্রের নেওয়া এই সিদ্ধান্তকে সমর্থন করলেন । জানালেন কাশ্মীরের বাসিন্দাদের কাছে এবার শান্তি আসবে ।

বি-টাউন

By

Published : Aug 5, 2019, 10:19 PM IST

মুম্বই : কাশ্মীরের জন্য নেওয়া সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন বলিউড তারকারা । কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করে অনেক তারকা টুইটও করেন ।

যারা এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেছেন তাঁদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । তিনি বলেন, "370 ধারার ইশুটি বহুদিন ধরে আটকে ছিল । সন্ত্রাসমুক্ত রাষ্ট্রের প্রতি এটি প্রথম ঐতিহাসিক পদক্ষেপ । আমি অনেকদিন ধরে এর উপর জোর দিচ্ছিলাম । আমি জানতাম, যদি কেউ এই কাজটা করতে পারেন তো সেটা শুধু মিস্টার মোদিই পারেন ।"

টিভি অভিনেত্রী একতা কৌল নিজে একজন কাশ্মীরি । তিনি বলেন, "জম্মুর বাসিন্দা নয় এমন একজনকে বিয়ে করায় আমার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছিল । আমার মনে হচ্ছে, আমি আবার আমার রাজ্যের অংশ হয়ে গিয়েছি । এখন আমি আমার রাজ্যের যা খুশি কিনতে পারি ।"

একতার মতো আরও অনেক তারকা কাশ্মীরের সঙ্গে জড়িত । তাঁরা সকলে এই সিদ্ধান্তে খুশি । র‍্যাপার কৃষ্ণা কৌলও কাশ্মীরি । তিনি বলেন, "সরকারের তরফে খুব বোল্ড পদক্ষেপ এটা । কাশ্মীরে বহুদিন ধরে চলে আসা স্টেটস্ সিস্টেমকে ভাঙবে এটা । আমি আশা করি এটা কাশ্মীরে ইতিবাচক পরিবর্তন আনবে ।"

সোনু নিগম ও মধুর ভান্ডারকারের মতো তারকারা কাশ্মীরি না হলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন । সোনু নিগম বলেন, "72 বছর পর সরকারের তরফে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হল । এটি একটি বড় পদক্ষেপ । বছরের পর বছর কাশ্মীরে যে অশান্তি চলছিল তা এবার শেষ হবে ।"

মধুর ভান্ডারকর বলেন, "আমি খুব খুশি । ভারতীয় লোকতন্ত্রের জন্য এটি একটি ঐতিহাসিক দিন । 370 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে । এই পুরোটার ক্রেডিট নরেন্দ্র মোদি ও অমিত শাহর পাওয়া উচিত । জম্মু ও কাশ্মীরের মানুষের বিকাশের জন্য এটি একটি ভালো পদক্ষেপ ।"

অভিনেতা শারিব হাশ্মী কাশ্মীরের উপর বানানো নোটবুকের জন্য় সংলাপ লিখেছিলেন । তিনি বলেন, "আমি আশা করি যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কাশ্মীরের বাসিন্দাদের জন্য শান্তি আর ভালো কিছু নিয়ে আসবে ।"

এই সমস্ত তারকা ছাড়াও রবিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, বিবেক ওবেরয়, ঋচা চড্ডা সহ আরও অনেকে কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details