মুম্বই : আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল' বক্স অফিস কাঁপাচ্ছে। আর সেই রেশ থাকতে থাকতে আরও এক সুখবর সিনেমাপ্রেমীদের জন্য। এগিয়ে এল তাঁর পরবর্তী ছবি 'বালা'-র মুক্তির দিন।
2019 সালের 22 নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল অমর কৌশিক পরিচালিত এই ফিল্মের। তবে তা 15 নভেম্বরই মুক্তি পেয়ে যাবে। সোশাল মিডিয়ার মাধ্য়মে এই খবর জানালেন করণ জোহর।