পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমাদের দেশ সাহসী কনটেন্টের জন্য প্রস্তুত : কলকাতায় এসে বললেন আয়ুষ্মান

'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবির প্রোমোশনে শহরে এলেন আয়ুষ্মান খুরানা । এসে বললেন যে, আমাদের দেশ এখন সাহসী কনটেন্টের জন্য প্রস্তুত ।

Ayushmann Khurrana on homosexual content
Ayushmann Khurrana on homosexual content

By

Published : Jan 24, 2020, 1:15 PM IST

কলকাতা : বরাবর সামাজিক মিথগুলোকে অ্যাড্রেস করে ছবি বানিয়েছেন আয়ুষ্মান খুরানা । হিরোসুলভ চাকচিক্য থেকে বেরিয়ে সাধারণ মানুষ হয়ে উঠতে চেয়েছেন বড় পরদায় । 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'-ও সেরকম একটি ছবি, যেখানে আয়ুষ্মান এক সমকামী পুরুষের চরিত্রে অভিনয় করছেন । আত্মবিশ্বাসী খুরানা বললেন যে, আমাদের দেশ এখন এই ধরনের সাহসী কনটেন্টের জন্য প্রস্তুত ।

কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গনে এক লিটেরারি মিটে গেস্ট হয়ে এসেছিলেন অভিনেতা । আলোচনার বিষয়বস্তু ছিল 'আর্টিকল 15 টু আর্টিকল 377' । এই দুই আর্টিকলের উপরই ছবি করেছেন আয়ুষ্মান । ভারতীয় দণ্ডবিধি এরকম অনেক আইনকে কাগজে কলমে স্বীকৃত করলেও সমাজের মানসিকতা বদলায়নি কিছু কিছু বিষয়ে । সেই সমস্ত বিষয়গুলিকে নিজের ছবির মাধ্যমে অ্যাড্রেস করেছেন অভিনেতা ।

স্টেজে আয়ুষ্মান

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন, "তিন বছর আগে দেওয়া একটি সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে, সমকামী প্রেম নিয়ে কাজ করতে চাই । কারণ আমি মনে করি যে, ভারতবর্ষ এই ধরনের সাহসী কনটেন্টের জন্য প্রস্তুত ।"

তিনি আরও বলেন, "'শুভ মঙ্গল জ়াদা সাবধান'-এর ট্রেলার যেই ধরনের প্রশংসা পেয়েছে, তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, আমাদের দেশ এই কনটেন্টের জন্য সম্পূর্ণ তৈরি । আর এর পুরো ক্রেডিট দেওয়া উচিত হিতেশ কেবাল্যাকে ।"

ভিডিয়োয় শুনে নিন আয়ুষ্মানের পুরো বক্তব্য..

দেখে নিন ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details