মুম্বই : 'নিউ এজ পারফেকশানিস্ট', এই নামেই আয়ুষ্মানকে অভিহিত করলেন এক সমালোচক। তাঁর এই কথায় বেশ চটলেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা। সবার একটা বক্তব্য....আমির কিন্তু আমিরই।
সোহেল খান নামে সেই সমালোচক লিখেছেন, "ছবিটা শুধুমাত্র বিনোদন, বিনোদন আর পুরো বিনোদন। 'ড্রিম গার্ল' অবশ্যই বিজেতা। এই ধরনের ছবি অনেকদিন পর একবারই আসে..আর একটা আকাঙ্খা তৈরি করে যায়। আয়ুষ্মান এই যুগের পারফেকশানিস্ট।"
সোহেলের এই মন্তব্য কেউ লিখেছেন, "বলার আগে একবার ভেবে নে..কোথায় আমির আর কোথায় আয়ুষ্মান।"