মুম্বই : অর্জুন-মালাইকার সম্পর্ক এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট । কেউ কিছু স্বীকার না করলেও সবাই সবকিছু জানেন । অর্জুন কাপুরের সাম্প্রতিক ছবি দেখেও পুরোটা আন্দাজ করতে পারলেন নেটিজেনরা ।
ব্যাকড্রপে পাহাড়, অর্জুনের মুখে পড়েছে রোদের আলো । চোখে সানগ্লাস, পরনে শীতের পোশাক তাঁর । আর লজ্জা লজ্জা মুখে ফোটোগ্রাফারের দিকে তাকিয়ে আছেন অর্জুন । এমনই এক ছবি শেয়ার করেছেন তিনি ।
ক্য়াপশনে লিখেছেন, "যখন সে তোমার দিকে তাকিয়ে থাকে..." এই 'সে' কিন্তু স্ত্রীলিঙ্গ । অর্থাৎ কোনও এক মহিলা অর্জুনের দিকে তাকানোয় খুব লজ্জা পেয়েছেন অভিনেতা ।