পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমাদের কাজ করতে হবে, পরিবারের পাশে দাঁড়াতে হবে" - অর্জুন কাপুরের ভাবনা

চার মাস পর শুট শুরু করলেন অর্জুন কাপুর । 'নিউ নর্মাল' জীবনকে সঙ্গী করে শুটিং ফ্লোরে কেমন অভিজ্ঞতা অভিনেতার ?

arjun kapoor on llife
arjun kapoor on llife

By

Published : Jul 11, 2020, 12:37 PM IST

মুম্বই : নতুন লাইফস্টালের সঙ্গে অভ্যস্ত হতে হচ্ছে সবাইকে । সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি, কেউই ব্যতিক্রম নন এই ব্যাপারে । কোরোনার থাবাকে এড়াতে সবাই এখন নিউ নর্মাল-কে গ্রহণ করতে বাধ্য । ঠিক যেমন অর্জুন কাপুর ।

অভিনেতা বললেন, "আমার মনে হয় সবাইকে এখন এই নতুন লাইফস্টাইলের সঙ্গে জীবনকে গুছিয়ে নিতে হবে । সবকিছুই বদলে গেছে । কিন্তু, তাও আমাদের কাজ করতে হবে, পরিবারের পাশে দাঁড়াতে হবে ।"

চার মাস পর শুটিং ফ্লোরে এসে কেমন অভিজ্ঞতা অভিনেতার ? অর্জুন বললেন, "প্রথমে আমার সত্যিই একটা ভয় ছিল । তবে ফ্লোরে এসে এত সতর্কতা দেখে আমি অনেকটাই নিশ্চিন্ত । এতদিন পর বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই মানসিকভাবে একটু অন্যরকম লাগবে । তবে একবার কাজ শুরু করে দিলে সেটা অনেকটাই কেটে যায় ।"

অর্জুন ছাড়াও, অক্ষয় কুমার, তাপসী পান্নু, বিদ্যা বালান, আয়ুষ্মান খুরানাও ফিরেছেন ফিল্মের সেটে । যাবতীয় সতর্কবিধি মেনে করছেন কাজ ।

ABOUT THE AUTHOR

...view details