মুম্বই : নিউইয়র্কে ছুটি কাটাতে গেছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা । সেখানে ঋষি কাপুরের সঙ্গেও দেখা করলেন তাঁরা । নীতু কাপুর সোশাল মিডিয়ায় তাঁদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ।
ছবিটি শেয়ার করে নীতু ক্যাপশনে লিখেছেন, "আমাদের বাড়ির বাচ্চা অর্জুন আর সুন্দরী মালাইকার সঙ্গে একটা মজাদার সন্ধ্যা ।" ছবিতে ঋষি কাপুর অর্জুন ও মালাইকার হাত ধরে বসে আছেন । ছবিটিতে ঋষি কাপুরকে দেখে মনে হচ্ছে, তিনি তাঁদের সম্পর্ক নিয়ে খুব খুশি ।