মুম্বই : লকডাউনের পর থেকে OTT প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে । শুধু ওয়েব সিরিজ় নয়, বড় ব্যানারের ফিল্মগুলোর প্রিমিয়ার হচ্ছে এই প্ল্যাটফর্মে । কোরোনা উত্তর সময়কালে সিনেমা হল কতটা টানবে দর্শককে ? নানা বিষয়ে কথা বললেন 'পাতাল লোক'-এর প্রযোজক অনুষ্কা শর্মা ।
অনুষ্কা বললেন, "OTT প্ল্যাটফর্ম বিশ্বব্য়াপী কনটেন্ট দেখার সুযোগ করে দেয় । সারা বিশ্বের ক্রিয়েটাররা কী করছেন, সেটা দেখার সুযোগ করে দেয় । এটা খুব ইন্সপায়ারিং ।"
অনুষ্কা নিজেও 'পাতাল লোক'-এর মাধ্যমে অনেককে অনুপ্রেরণা দিয়েছেন । তবে সেই ক্রেডিট একা পেতে চান না তিনি । বললেন, "আমায় অনেক সহকর্মী আর পরিচালকরা ফোন করছেন । 'পাতাল লোক' দেখে তাঁরা অনুপ্রাণিত । সত্যিই মনে হচ্ছে, আমরা কিছু একটা ভালো কাজ করেছি । এটা সম্ভব হয়েছে কারণ, আমরা একটা টিমের মতো করে প্রোজেক্টটা বানিয়েছি । এর ক্রেডিট প্রত্য়েকের ।"