পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"একজন মানুষ ১২০ কোটির হয়ে সিদ্ধান্ত নেবেন?", ভয় পাচ্ছেন অনুরাগ - Anurag on Kashmir Issue

নরেন্দ্র মোদি আর অনুরাগ কাশ্যপের সম্পর্কটা কখনই মসৃণ নয়। আরও একবার সেই কথা প্রমাণিত হল। মোদির একনায়কতন্ত্রকে প্রশ্নের মুখে দাঁড় করালেন পরিচালক।

অনুরাগ কাশ্যপ

By

Published : Aug 6, 2019, 3:18 PM IST

মুম্বই : কাশ্মীর ইস্যু নিয়ে দেশ উত্তাল। ৩৭০ ধারা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত ভারত। আর এর মাঝে মোদির একনায়কতন্ত্রকে প্রশ্নের মুখে দাঁড় করালেন অনুরাগ কাশ্যপ। সোশাল মিডিয়ায় বললেন, একজন মানুষ যিনি ভাবেন, তিনিই সঠিক কাজটা করতে পারেন। নাম না নিলেও তাঁর নিশানা যে নরেন্দ্র মোদি, সেটা বুঝতে বাকি নেই কারো।

অনুরাগ লিখেছেন, "জানেন কোন ব্যাপারটা সবথেকে ভয়ের? একজন মানুষ যিনি ভাবেন, তিনিই এই ১২০ কোটি মানুষের জন্য সঠিক কাজটা করতে পারেন এবং তাঁর কাছে সেই ক্ষমতাটাও রয়েছে।"

কাশ্মীর ইস্যু নিয়েও মুখ খুলেছেন তিনি। প্রথমেই স্বীকার করে নিয়েছেন নিজের অজ্ঞতার কথা। লিখেছেন, "৩৭০ ধারা বা ৩৫ এ-র ব্যাপারে আমি খুব বেশি কিছু জানি না। এর ব্যবহার, ইতিহাস বা তথ্যের ব্যাপারে আমি বুঝেই উঠতে পারিনি। কখনও মনে হয় এটা প্রত্যাহার করা উচিত, কখনও মনে হয় কেন প্রত্যাহার করা হল?" তবে কাশ্মীরের গল্প 'রেশমোঁ'-র মতো মনে করেন অনুরাগ। আকিরা কুরোসোয়ার লেজেন্ডারি ছবি এটি।

এরকম সুন্দর কাশ্মীরে যে পদ্ধতিতে ৩৭০ ধারা প্রত্যাহার করা হল, অনুরাগ সেই পদ্ধতির বিরুদ্ধে। সেটাও প্রকাশ করলেন সোশাল মিডিয়ায়। লিখলেন, "কাশ্মীর একটা ধাঁধার মতো। সবার ঠিক আবার সবাই ভুল। আমি শুধু যেটা জানি সেটা হল, পদ্ধতিতে ভুল ছিল।"

ABOUT THE AUTHOR

...view details