পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর জের ? খুনের হুমকি কাশ্যপকে - mob litching

প্রধানমন্ত্রীকে গণপিটুনির ঘটনায় নজর দেওয়ার জন্য চিঠি দিয়েছেন দেশের 49 জন শিল্পী । তাদের কাছে এরপর থেকেই আসতে শুরু করেছে একের পর এক খুনের হুমকি । অভিনেতা কৌশিক সেনের পর এবার সোশাল মিডিয়ায় খুনের হুমকি পেলেন পরিচালক অনুরাগ কাশ্যপ ।

অনুরাগ কাশ্যপ

By

Published : Jul 27, 2019, 8:30 AM IST

মুম্বই : দেশে গণপিটুনির ঘটনা বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লেখেন 49 জন শিল্পী । তাঁদের মধ্যে রয়েছেন অনুরাগ কাশ্যপ, অপর্ণা সেন, আদুর গোপালাকৃষ্ণন,মনিরত্নম, কঙ্কনা সেন শর্মা সহ আরও অনেকে ।

তবে টুইটারে অন্য একটি বিতর্কে জড়িয়েছেন অনুরাগ কাশ্যপ । টুইটারে এক ব্যক্তি তাঁকে খুনের হুমকি দেন । তিনি লেখেন, তিনি তাঁর রাইফেল ও শটগান পরিষ্কার করে রেখেছেন । পরিচালকের সঙ্গে সামনাসামনি দেখা হওয়ার অপেক্ষায় রয়েছেন ।

সঙ্গে সঙ্গে টুইটটি মুম্বই পুলিশকে ফরওয়ার্ড করেন অনুরাগ । পুলিশও তাড়াতাড়ি পদক্ষেপ নেয় । মুম্বই পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, "অ্যাকাউন্টটির খুঁটিনাটি সাইবার পুলিশ স্টেশনে দিয়ে দেওয়া হয়েছে । কাছাকাছি কোনও পুলিশ স্টেশনে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে একটি অভিযোগ দায়ের করে দেওয়ার অনুরোধ করা হচ্ছে ।"

সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় পুলিশ

কাশ্যপ মুম্বই পুলিশকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন, "অভিযোগ দায়ের করতে আমাকে সাহায্য করার জন্য আমি @MumbaiPolice @MahaCyber1 @Brijeshbsingh -কে ধন্যবাদ জানাতে চাই । চমৎকার সমর্থনের জন্য এবং কাজ শুরু করার জন্য ধন্যবাদ । ধন্যবাদ @Dev_Fadnavis এবং ধন্যবাদ @narendramodi স্যর । একজন বাবা হিসেবে আমি এখন সুরক্ষিত ।"

মুম্বই পুলিশকে টুইট করে ধন্যবাদ কাশ্যপের

বর্তমানে ভূমি পেদনেকর ও তাপসি পান্নুর পরবর্তী ছবি 'সান্ড কি আঁখ'-র প্রযোজক অনুরাগ কাশ্যপ । ছবিটির পরিচালনা করছেন তুষার হিরানন্দানী । 25 অক্টোবর ছবিটি মুক্তি পাবে ।

ABOUT THE AUTHOR

...view details