পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"কত টাকায় বিক্রি হলেন ?" কেজরিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক অনুরাগ

অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ফুঁশে উঠলেন অনুরাগ কাশ্য়প । প্রশ্ন করলেন, "কত টাকায় বিক্রি হলেন ?"

Anurag Kashayp reacts on Arvind kejriwal
Anurag Kashayp reacts on Arvind kejriwal

By

Published : Feb 29, 2020, 2:38 PM IST

মুম্বই : জহরলাল নেহরুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও CPI নেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল । অরবিন্দের এই সিদ্ধান্তের পরেই সোশাল মিডিয়ায় সমালোচনার বন্যা বইতে শুরু করে । পরিচালক অনুরাগ কাশ্যপও অরবিন্দের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন সোশাল মিডিয়ায় ।

অনুরাগ লিখেছেন, "মহাশয় অরবিন্দ কেজরিওয়ালজী..আপনাকে আর কী বলব ? মেরুদণ্ডহীন বললেও সেটা প্রশংসা হয়ে যাবে আপনার জন্য । আপনার তো কোনও অস্তিত্বই নেই । AAP-এর তো কোনও অস্তিত্বই নেই । কত টাকায় বিক্রি হলেন ?"

অনুরাগের পোস্টের নিচে তখন জ্বলজ্বল করছে স্বয়ং কানহাইয়া কুমারের পোস্ট । সেখানে কানহাইয়া লিখেছেন, "দিল্লি সরকারকে দেশদ্রোহিতার মামলা চালানোর অনুমতি দেওয়ায় আপনাকে ধন্য়বাদ ।" কেজরিওয়ালের সরকারকে কটাক্ষ করতে একটুও ছাড়েননি কানহাইয়া । অনুরাগ সেই পোস্টটিকেই নিজের টাইমলাইনে শেয়ার করেছেন ।

অনুরাগ বরাবরই গেরুয়া শিবিরের বিরুদ্ধে গলা তুলেছেন । কেজরিওয়ালের এই পদক্ষেপ কি আসলে বিজেপি সরকারেরই কোনও চাল ? এই প্রশ্নে তোলপাড় সোশাল মিডিয়া । স্বাভাবিকভাবে অনুরাগও সেই তালিকায় পড়ছেন এবং মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী নিজেকে কেন্দ্রীয় সরকারের কাছে বিক্রি করে দিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details