মুম্বই : অনুপম খেরের পরিবার কাশ্মীরের পণ্ডিত। জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের সিদ্ধান্তকে প্রথম থেকেই সমর্থন করে আসছে অনুপমের পরিবার। আর এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে মূলত যিনি রয়েছেন, সেই নরেন্দ্র মোদিকে বাহবা না দিলে হয়?
"আপনি আমাদের কাশ্মীর দিয়েছেন, আপনি খুব সুখী থাকুন।", মোদিকে এভাবেই ধন্যবাদ সহকারে শুভেচ্ছা জানালেন অনুপমের মা দুলারি। তিনি আরও বলেন যে, "প্রতি মুহূর্তে আমার আশীর্বাদ আপনার সঙ্গে আছে।"