মুম্বই : বেআইনি নির্মাণের অভিযোগে গতকাল কঙ্গনা রানাওয়াতের পালি হিলসের অফিসে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। 24 ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দেওয়ার কথা ছিল অভিনেত্রীর । যদিও তা তিনি দেননি । আর সেই কারণেই আজ সকালে বুলডোজ়ার দিয়ে ওই অফিসে ভাঙচুর চালায় BMC । যদিও BMC-র এই পদক্ষেপ মেনে নিতে পারেননি একাধিক বলি তারকা । এর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছে তাঁদের ।
অনুপম খের : ভুল ভুল এটা ভুল !! এটাকে বুলডোজ়ার নয়, বুলিডোজ়ার বলে । এভাবে কারও ঘর ভাঙা ভীষণ অন্যায়ের । এর সবথেকে বড় প্রভাব বা প্রহার কঙ্গনার উপর নয়, মুম্বইয়ের জমি ও বিবেকের উপর পড়েছে । খুবই দুঃখিত ।
রেণুকা সাহানে : আমার যদিও কঙ্গনার POK মন্তব্য পছন্দ হয়নি, তবে তার প্রতিশোধ নিতে যে ধ্বংসলীলা BMC চালিয়েছে তাতে তারা অনেক নিচে নেমে গিয়েছে । এতে আমি মহারাষ্টের মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন করছি । একে কোরোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে এত নাটকের কী প্রয়োজন ছিল ?
এই কঠিন পরিস্থিতিকে কঙ্গনা ও তাঁর টিমকে শক্ত থাকতে বলেছেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান প্রসূন যোশী ।
নিখিল দ্বিবেদী : ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে কঙ্গনা যে মন্তব্য করেছেন আর যে অভিযোগ তুলেছেন আমি সেগুলিকে সমর্থন করি না । কিন্তু, আজ যা হয়েছে তাতে আমি তাঁকে সমর্থন করি । যা হয়েছে তা একেবারেই ঠিক নয় ।
দুটি টুইট করেছেন দিয়া মির্জ়া । প্রথম টুইটে তিনি লেখেন, "মুম্বইকে কঙ্গনার পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করার বিষয়টি নেওয়া যায় না । তবে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের ( BMC) হঠাৎ করে কঙ্গনার অফিস ভাঙার কাজ নিয়ে প্রশ্ন উঠছে । কেন এখন এভাবে ভাঙা হল ? যদি সত্যিই অনিয়ম থাকে, তাহলে এতদিন কী করা হচ্ছিল ?"
এর কয়েক মিনিটের ব্যবধানে আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "গত কয়েকমাস ধরে কঙ্গনা যা যা মন্তব্য করেছেন তার অনেক কিছুর সঙ্গেই আমি সহমত নই । তিনি যখন কোনও ব্যক্তিকে আক্রমণ করেছেন তখন সেটাকে আমি সমর্থন করিনি । আর একইভাবে যখন কঙ্গনাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে তখনও আমি সমর্থন করি না ।"