মুম্বই : খুশি থাকার মন্ত্র খুঁজে পেয়েছেন অঙ্কিতা লোখান্ডে । আর তা সম্প্রতি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি ।
ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন অঙ্কিতা । সেখানে সাদা সাড়ি পরে হাসিমুখে পোজ় দিতে দেখা গিয়েছে তাঁকে । এই ছবির ক্যাপশনে লেখেন, "কী করে খুশি থাকা যায় ! রোজ সকালে বলুন যে আপনার মুড খুব ভালো ।"
এক সময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্ক ছিল অঙ্কিতার । সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর দু'জনের মধ্যে কোনও যোগাযোগ ছিল না । যে যার নিজের জীবনে ব্যস্ত ছিলেন । কিন্তু, সম্পর্ক ভেঙে গেলেও প্রাক্তন প্রেমিকের কথা কোনওদিনই নাকি ভুলতে পারেননি অঙ্কিতা । তাই সুশান্তের মৃত্যুর কথা শোনার পর খুবই ভেঙে পড়েছিলেন তিনি । সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে নিজের মনকে শক্ত করে তুলছেন ।
তবে সুশান্তের মৃত্যুর পর তাঁর ন্যায় বিচারের জন্য সরব হন অঙ্কিতা । সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে । কখনও সুশান্তের পুরোনো কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করেছেন । আবার কখনও অভিযুক্তদের কটাক্ষ করেছেন তিনি ।
আর এই সব কিছুর মাঝেই খুশি থাকার মন্ত্র খুঁজে পেয়েছেন অঙ্কিতা । যা শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে ।