পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাগ করে বার্সেলোনার হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন জাহ্নবী ! - janhvi kapoor best frind tanisha santoshi

বোন ও বান্ধবীর উপর রাগ করে বার্সেলোনার হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন জাহ্নবী । বেশ কয়েক ঘণ্টা পর আইসক্রিম খেতে হোটেলে ফিরেছিলেন তিনি ।

sdf
szdf

By

Published : Jan 19, 2021, 4:28 PM IST

মুম্বই : সাধারণত খুব বেশি কথা বলা পছন্দ নয় জাহ্নবী কাপুরের । নিজের দুনিয়াতে থাকতেই বেশি পছন্দ করেন তিনি । তবে সবার সামনে চুপচাপ থাকলেও কাছের মানুষের কাছে আদতে তিনি একজন ড্রামা কুইন । তাঁর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করলেই সবাইকে নাজেহাল করে ছাড়েন । তাঁর এই স্বভাবের সঙ্গে ভালোমতোই পরিচিত বোন খুশি কাপুর ও বান্ধবী তনিশা সন্তোষী । একবার স্পেনে ঘুরতে গিয়ে জাহ্নবীর এই স্বভাবের জন্য খুব সমস্যায় পড়তে হয়েছিল তাঁদের । সম্প্রতি একটি টিভি শো-তে যোগ দিয়ে এই বিষয়টি শেয়ার করেন তনিশা ।

তনিশার সঙ্গে সম্প্রতি একটি শো-তে যোগ দিয়েছিলেন জাহ্নবী । পরিচালক রাজকুমার সন্তোষীর মেয়ে তনিশা । ছোটো থেকেই জাহ্নবীর সঙ্গে তাঁর খুবই বন্ধুত্ব । তাঁদের ছেলেবেলাকে ঘিরে রয়েছে একাধিক মজার স্মৃতি । ওই শো-তে যোগ দিয়ে ছেলেবেলার স্মৃতিচারণা করতে দেখা গিয়েছিল তাঁদের । আর সেখানেই স্পেনে ঘুরতে যাওয়ার একটি মজার স্মৃতি তুলে ধরেন তনিশা ।

তনিশা সন্তোষীর সঙ্গে জাহ্নবী

কী হয়েছিল সেখানে ? বেশ অনেকদিন আগেই তনিশা, খুশি ও আরও এক বন্ধুকে নিয়ে বার্সেলোনাতে ঘুরতে গিয়েছিলেন জাহ্নবী । খুশি আর তনিশা দু'জনেই হোটেল থেকে বাইরে ঘুরতে যেতে চাইছিলেন । কিন্তু, জাহ্নবীর ঘুরতে যাওয়ার কোনও ইচ্ছেই ছিল না । বরং হোটেলের ঘরে বসে গল্প করে সময় কাটাতে ইচ্ছে করছিল তাঁর । এদিকে তিনি একাও হোটেলে বসে থাকবেন না । তাই মতের মিল না হওয়ায় হোটেলের মধ্যে নাটক শুরু করে দেন জাহ্নবী । বোন ও বান্ধবীর উপর রাগ করে সোজা হোটেলের ঘর থেকে বেরিয়ে যান তিনি । আর একাই বার্সেলোনার রাস্তা ঘুরে নেন ।

খুশির সঙ্গে জাহ্নবী

এদিকে অনেক্ষণ জাহ্নবীকে হোটেলে ফিরতে না দেখে চিন্তায় পড়ে যান খুশি ও তনিশা । কী করবেন কিছুই বুঝতে পারছিলেন না । কোনও উপায় না দেখে রাতের পোশাকেই রাস্তায় গিয়ে জাহ্নবীর খোঁজ করেন তাঁরা । তাঁকে খুঁজে না পেয়ে খুবই চিন্তায় পড়ে গিয়েছেন সবাই । এর বেশ অনেক্ষণ পর হাতে আইসক্রিম নিয়ে হোটেলে ঢোকেন জাহ্নবী । আর তাঁর কথায়, "সেই সময় খুশিসহ বাকিদের মুখ ছিল একেবারে দেখার মতো । আমার খোঁজ না পেয়ে কেঁদে ভাসিয়ে দিয়েছিল সবাই ।"

কাজের দিক থেকে এখন আপকামিং ছবি 'গুড লাক জেরি'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী । এই ছবির শুটিং চলছে পঞ্জাবে । এছাড়াও 'রু আফজ়া', 'তখত' ও 'দোস্তানা 2'-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

ABOUT THE AUTHOR

...view details