পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মেডে'-র টিমে যোগ দিলেন অঙ্গিরা ধর

অমিতাভ বচ্চনের পরবর্তী ছবি 'মেডে'-তে যোগ দিলেন অঙ্গিরা ধর । এছাড়াও এই ছবিতে রয়েছেন অজয় দেবগন ও রকুল প্রীত সিং । অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনাও করবেন অজয় ।

asd
asd

By

Published : Dec 3, 2020, 4:27 PM IST

মুম্বই : এবার 'মেডে'-র টিমের সঙ্গে যোগ দিলেন অঙ্গিরা ধর । আর এই ছবির মাধ্যমে প্রথমবার অমিতাভ বচ্চন, অজয় দেবগন ও রকুল প্রীত সিংয়ের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি ।

অজয় দেবগনের পরিচালনায় তৈরি হবে ছবিটি । আর এর মাধ্যমে প্রথমবার বিগ বিকে পরিচালনা দেবেন তিনি । শোনা যাচ্ছে, চলতি মাসেই শুরু হবে এই ছবির শুটিং ।

'মেডে'-তে একজন পাইলটের চরিত্রে অভিনয় করবেন অজয় । আর তাঁর সহকারীর চরিত্রে দেখা যাবে রকুলকে । এছাড়া আইনজীবীর চরিত্রে দেখা যাবে অঙ্গিরাকে ।

শোনা যাচ্ছে, 11 ডিসেম্বর থেকে হায়দরাবাদে শুরু হবে শুটিং । চলবে জানুয়ারির শেষ পর্যন্ত । এছাড়া কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ছবির কলাকুশলীদের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে ।

এর আগে শেষবার 'কমান্ডো 3' ছবিতে শেষবার দেখা গিয়েছিল অঙ্গিরাকে । সেখানে বিদ্যুৎ জামাল ও আদা শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details