মুম্বই : 'অমর আকবর অ্যান্টনি'-র সেই দৃশ্যটার কথা মনে আছে, যেখানে মাতাল অমিতাভ আয়নায় নিজেকে দেখে নিজেকেই মদ না খাওয়ার পরামর্শ দিচ্ছিলেন । সেই মোনোলগটিই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা ।
চারিদিকে যখন একটা অস্থির পরিবেশ, তখন একমাত্র হাসিই পারে আমাদের একটু সাময়িক আনন্দ দিতে । তাই এভাবেই হাসি বিলি করলেন অমিতাভ ।
ক্যাপশনে তিনি লিখেছেন, "দুঃখ কখনই আমাদের ছাড়বে না । তবে এবার একটু পজ়িটিভ হওয়ার সময় এসেছে । হাসি ফিরিয়ে আনার সময় এসেছে । 'দ্য শো মাস্ট গো অন' বলতে হবে আমাদের.."
অমিতাভের এই অনুপ্রেরণামূলক তথা মজার পোস্ট মন কেড়েছে নেটিজেনদের । দেখে নিন..
1977 সালের ব্লকবাস্টার ফিল্ম 'অমর আকবর অ্যান্টনি'-তে অমিতাভ ছাড়াও ছিলেন ঋষি কাপুর ও বিনোদ খান্না । অমিতাভ ছাড়া আজ বাকি দুই অভিনেতাই প্রয়াত ।