মুম্বই : পাঁচ দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন অমিতাভ বচ্চন । ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম । কিন্তু, এখনও কোনও নতুন ছবির শুটিং শুরুর আগে বেশ ভয় করে তাঁর । সারাক্ষণ চিন্তায় থাকেন তিনি । সম্প্রতি সোশাল মিডিয়ায় একথা জানান তিনি নিজেই ।
অজয় দেবগন পরিচালিত ও অভিনীত ছবি 'মেডে'-র শুটিং শুরু করেছেন অমিতাভ । ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি । সেখানে সাদা সোয়েট-শার্ট ও কালো মাস্ক পরে গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে তাঁকে ।
এই ছবির ক্যাপশনে লেখেন, "হে ভগবান...নতুন ছবির শুটিংয়ের প্রথম দিন দুঃস্বপ্নের মতো...খুবই ভয়ের আর উদ্বেগের...শুধু মনে হয় কী হবে আর যদি সেটা হয় তাহলে কি তা গ্রহণযোগ্য হবে...সব সময় পালিয়ে ও লুকিয়ে থাকতে চাই ।"
ওই একই মুহূর্তের ছবি টুইটারেও পোস্ট করেন বিগ বি । সেখানে কমেন্ট করেন রকুল প্রীত সিং । লেখেন, "স্যার এই কথা আমার বলা উচিত । আপনার সঙ্গে কাজ করার জন্য খুব আনন্দিত, নার্ভাস ও উচ্ছ্বসিত ।"
'মেডে'-তে অমিতাভ ও অজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রকুল ও ইউটিউবার ক্যারি মিনাতিকে । এই ছবিতে পাইলটের চরিত্রে অভিনয় করবেন অজয় । আর তাঁর সহকারীর চরিত্রে দেখা যাবে রকুলকে । যদিও অমিতাভ ও ক্যারি মিনাতির চরিত্র নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতারা ।