পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা ছড়ানো নিয়ে অমিতাভের থিওরি বাতিল করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

মাছির মাধ্য়মে ছড়াতে পারে কোরোনা, চিনা বিশেষজ্ঞদের এমনই এক দাবিকে টুইটারে শেয়ার করেন অমিতাভ বচ্চন । তাদের সেই থিওরিকে যথেষ্ঠ বিশ্বাসযোগ্য মনে করেন তিনি । কিন্তু, বিগ বি-র থিওরিকে উড়িয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ।

amitabh bachchan on corona spreading through flies
amitabh bachchan on corona spreading through flies

By

Published : Mar 28, 2020, 1:06 PM IST

মুম্বই : কোরোনা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করছেন অমিতাভ । তবে মাধেমধ্য়ে তাঁর কিছু পোস্ট সমালোচনার শিকার সোশাল মিডিয়ায় । তবে এবার শুধু সোশাল মিডিয়া নয়, সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে বাতিল করা হল কোরোনা ছড়ানো নিয়ে অমিতাভের শেয়ার করা থিওরি ।

মাছিরা আমাদের মলমূত্রের উপর বসলে তাদের মাধ্যমে ছড়াতে পারে কোরোনা, কারণ মানুষের মলমূত্রে অনেকদিন ধরে জমে থাকে এই মারণ ভাইরাস, চিনা বিশেষজ্ঞদের এই মত নিজের ওয়ালে শেয়ার করেছিলেন অমিতাভ । তাঁর আর্জি ছিল খোলা জায়গায় যেন আমরা মলমূত্র ত্যাগ না করি, তাহলে আমাদের শরীর নিষ্কৃত কোরোনার জীবাণুর সংস্পর্শএ কোনও মাছি আসতে পারবে না ।

অমিতাভের শেয়ার করা এই হাস্যকর থিওরি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লব আগারওয়াল জানান, "আমি ওঁর করা টুইটটা দেখিনি । তবে এটা সংক্রামক রোগ । মাছির মাধ্য়মে ছড়াতে পারে না ।"

কয়েকদিন আগে অমিতাভ একটি টুইটের মাধ্যমে বলেছিলেন যে, অমাবস্যার ঘন অন্ধকারে কোরোনার শক্তি বেড়ে যায় । সেই টুইটটিও খুব সমালোচিত হয় নেটিজেনদের কাছে, এবং তা ডিলিট করতে বাধ্য হন অমিতাভ । আর এবার তো স্বাস্থ্য মন্ত্রক নাকচ করে দিল তাঁর টুইট । এবারও টুইট ডিলিট করলেন বিগ বি ।

ABOUT THE AUTHOR

...view details