মুম্বই : মৃত্যুর পর যদি ফের জন্ম নিতেই হয়, তাহলে সেই জন্ম যেন ভারতভূমিতেই হয়...হরিবংশ রাই বচ্চনের 'মধুশালা' বইটি থেকে কয়েকটি লাইন শেয়ার করেছেন ছেলে অমিতাভ।
শুধু তাই নয়, কলকাতার কবি সম্মেলনের মঞ্চে বাবার একটি ছবিও শেয়ার করেছেন অমিতাভ। দেখে নিন সেই পোস্ট...
গতকালই 112 তম জন্মবার্ষিকী ছিল হরিবংশর। তিনি কিছু অসাধারণ কবিতা সৃষ্টি করেছেন, যা অমর হয়ে থাকবে সাহিত্য জগতে। তার মধ্যে অন্যতম 'আকূল অন্তর', 'একান্ত সংগীত', 'আর্তি ঔর অঙ্গারে'-র মতো কবিতা।
কাজের ক্ষেত্রে অমিতাভ এখন ব্যস্ত 'গুলাবো সিতাবো' ও 'চেহরে'-র শুটিংয়ে।