মুম্বই : বলিউডের এমন অনেক ছবি রয়েছে যেগুলির একটা সময় কাজ শুরু হয়েছিল । কিন্তু, পরে আর কাজ শেষ হয়নি । আবার কখনও টাকার অভাবে কাজ বন্ধ হয়ে গিয়েছে । কিছু ছবির আবার লুক টেস্ট হওয়ার পর আর শুটিংই শুরু হয়নি । এই ধরনের অভিজ্ঞতার শিকার হতে হয়েছে একাধিক তারকাকে । আর সেই তালিকা থেকে বাদ যাননি অমিতাভ বচ্চনও ।
সম্প্রতি ইনস্টাগ্রামে 90-এর দশকের একটি ছবি পোস্ট করেন বিগ বি । ছবিতে তাঁর পরনে ডেনিম জ্যাকেট ও কালো প্যান্ট । আর সঙ্গে রয়েছে বন্দুক । বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পোশাকে তাঁর তিনটি ছবি তোলা হয়েছিল । দেখে বোঝাই যাচ্ছে যে লুক টেস্টের সময় তোলা হয়েছিল এই ছবিগুলি । কিন্তু, পরে আর ছবিটি তৈরি করা হয়নি । তবে ছবির নাম কি ছিল সেই সম্পর্কে কিছু জানাননি তিনি ।