মুম্বই : অমিতাভ বচ্চনের অন্যতম পরিচিতি তাঁর কণ্ঠস্বরে । তাঁর ব্যারিটোন ভয়েজ়, কাটাকাটা উচ্চারণ, এখনও হিল্লোল তোলে শ্রোতার মনে । এবার যদি সেই কণ্ঠস্বর আপনাকে বাড়ি পৌঁছে দেয় ? কেমন হয় তাহলে ?
হ্যাঁ, তেমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে । শোনা যাচ্ছে যে, গুগল থেকে অমিতাভকে অ্যাপ্রোচ করা হয়েছে গুগল ম্যাপের পথনির্দেশিকায় তাঁর কণ্ঠ ব্যবহার করার জন্য । সেই আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে এক বিশাল অঙ্কের টাকাও নাকি অফার করা হয়েছে বিগ বি-কে ।
এমনও শোনা যাচ্ছে যে, বাড়িতে বসেই পথনির্দেশিকা রেকর্ড করবেন অমিতাভ । আর এর মাধ্যমেই সোশাল ডিস্টেন্সিং বজায় রেখে পুরো কাজ সম্পন্ন হবে । তবে এখনও কোনও অফিশিয়াল কনট্র্য়াক্ট সই হয়নি বলে সেই সংবাদমাধ্যমসূত্রে খবর ।
বর্তমানে নিউ ইয়র্কের এন্টারটেনার কারেন জ্য়াকবসেনের কণ্ঠ শোনা যায় গুগল ম্যাপের পথনির্দেশিকায় । তাঁর কণ্ঠ আইফোনের সিরি অ্যাপ্লিকেশনের ভয়েজ় অ্যাসিসটেন্ট হিসেবেও ব্যবহার করা হয় ।
অমিতাভ যদি এই প্রোজেক্ট গ্রহণ করেন, তাহলে সেটা খুবই চমকপ্রদ ব্য়াপার হবে অ্যাপ ব্যবহারকারীদের জন্য । এখন কী হয় তাঁর সিদ্ধান্ত, সেটাই দেখার ।