পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লিমিটেড এপিসোডের টেলিভিশন শো করতে ইচ্ছুক আলিয়া - আলিয়া ভাটের খবর

লিমিটেড এপিসোডের টেলিভিশন শো করতে ইচ্ছুক আলিয়া ভাট । তাঁর কাছে কি তেমন কোনও অফার এসেছে ?

Alia Bhatt on Televison show
Alia Bhatt on Televison show

By

Published : Jun 30, 2020, 7:22 AM IST

মুম্বই : টেলিভিশনে কাজ করতে ইচ্ছুক আলিয়া ভাট । এই খবর শুনে তো ফ্যানেদের উত্তেজনার শেষ নেই । তবে তেমন অফার কি পেয়েছেন অভিনেত্রী ?

IANS-কে আলিয়া বললেন, "আমায় যদি এমন কোনও চরিত্র পাই, যার সঙ্গে আমি কানেক্ট করতে পারি, তাহলে লিমিটেড এপিসোডের টেলিভিশন শো করতে চাই । তবে সেটাকে ইনভেস্টিগেটিভ হতে হবে । বেশ ইন্টারেস্টিং হবে ব্যাপারটা ।" অর্থাৎ আলিয়া এখনও তেমন কোনও অফার পাননি, পেলেই লুফে নেবেন ।

.

খুব তাড়াতাড়ি OTT প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন আলিয়া । তাঁর 'সড়ক 2' ছবিটি মুক্তি পাবে ডিজ়নি হটস্টারে । শুধু এই ছবিই নয়, অক্ষয় কুমার, অজয় দেবগন, বরুণ ধাওয়ানের মতো বড় তারকাদের বিগ ব্যানার সাতটি ছবিও মুক্তি পাবে হটস্টারে । এই ঘোষণা হওয়ার পর একেবারে শোরগোল পড়ে গেছে সিনেপ্রেমী মানুষদের মধ্যে ।

আলিয়া এই প্রসঙ্গে বললেন, "অনেক বড় বড় অভিনেতারা সরাসরি OTT প্ল্যাটফর্মে কাজ করছেন । শুধু পাশ্চাত্য দেশগুলিতে নয়, এদেশেও । ওয়েব আমাদের অনেক বড় সুযোগ করে দিয়েছে ।" কথা বলতে বলতে আলিয়া সুস্মিতা সেনের 'আর্য্যা' বা কে কে মেননের 'স্পেশাল OPS'-এর মতো সফল ওয়েব সিরিজ়ের উল্লেখও করলেন ।

.

'সড়ক 2' ছবিতে নিজের পরিবারের সঙ্গে কাজ করে একটা 'হোমকামিং' ফিলিং হয়েছে আলিয়ার । বাবা মহেশ ভাটের পরিচালনা, মুকেশ ভাটের প্রযোজনা, পূজা ভাটের সঙ্গে অভিনয়..সবটা নিয়ে বেশ উচ্ছ্বসিত মিস ভাট ।

খুব তাড়াতাড়ি ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে 'সড়ক 2' ।

ABOUT THE AUTHOR

...view details