মুম্বই : আলিয়া ভাটের ক্যারিয়ারের অন্যতম ল্যান্ডমার্ক ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' । তবে কোরোনার থাবায় সেই প্রোজেক্ট স্থগিত হয়ে যায় । তবে এবার শোনা যাচ্ছে যে, জুলাইতেই শুরু হবে এই ছবির শুটিং ।
এখনও প্রায় তিরিশ শতাংশ শুটিং বাকি এই ছবির । 2020-র 11 সেপ্টেম্বর মুক্তির দিন স্থির হয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র । তবে পরিবর্তিত হতে পারে তারিখ । পুরোটাই জানা যাচ্ছে সেই সংবাদমাধ্যম সূত্রে ।
কামাথিপুরার এক অত্যন্ত প্রভাবশালী চরিত্র ছিলেন গাঙ্গুবাঈ । খুব অল্প বয়সে তাঁকে দেহব্যবসায় ঢুকতে হয় পরিস্থিতির শিকার হয়ে । কিন্তু, সেই ব্যবসাতেই তিনি খুব সফল হয়ে ওঠেন । তাঁর ক্লায়েন্ট তালিকায় জায়গা করে নেন একাধিক গ্যাংস্টার ।
ছবিটি নিয়ে দর্শকের মধ্যে কৌতুহল তুমুল । প্রথমত, আলিয়াকে এমন চরিত্রে দেখেননি দর্শক আর অন্যদিকে সঞ্জয়লীলার পরিচালনায় তৈরি এই পিরিয়ড ড্রামা । অভিনেত্রী আর পরিচালক দুই তরফ থেকেই কৌতুহলের যথেষ্ট কারণ রয়েছে দর্শকের ।
ছবি মুক্তির অপেক্ষায় সিনেপ্রেমী মানুষরা । তবে কোন মাধ্যমে মুক্তি পাবে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' সেটা এখনও অনিশ্চিত ।