মুম্বই : বি-টাউনের পার্টি লাভার নামে পরিচিত ছবি নির্মাতা করণ জোহার । তিনি প্রায়ই বলিউডের বন্ধুদের জন্য পার্টি দিয়ে থাকেন । শনিবার সন্ধ্যাতেও তিনি এমনই এক পার্টির আয়োজন করলেন । যদিও পার্টিতে দেখা যায়নি আলিয়া ভাট ও রণবীর সিংকে ।
করণ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে প্রথমে দেখা যায় বাড়ির মেঝে । তারপর একে একে পার্টি উপস্থিত অতিথিদের ক্লোজ় আপে দেখান তিনি ।
সবার প্রথমে তিনি ফোকাস করেন দীপিকার উপর । শর্ট মিনি ব্ল্যাক ড্রেসে অপূর্ব লাগছিলেন তিনি । এরপর ক্যামেরা নিয়ে মালাইকা আরোরা, অর্জুন কাপুর, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, জ়োয়া আখতার, ভিকি কৌশল, আয়ন মুখার্জি, বরুণের বান্ধবী নতাশা দলাল, রণবীর কাপুর আর মীরা রাজপুতকে ফোকাস করেন তিনি । এরপর তিনি আবার বাড়ির মেঝেতে ক্যামেরাকে ফোকাস করে ভিডিয়োটি শেষ করে দেন ।