এই ছবিগুলি বিভিন্ন সোশাল সাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে, অভিনেতা স্বীকার করে নিয়েছেন যে ছবিগুলি তাঁরই ছিল। নিজের সোশাল অ্য়াকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। তবে, এইধরনের কাজ যে নিতান্তই সস্তা ও নীচ মানসিকতার পরিচয় দেয় তাও জানিয়েছেন আলি।
আলি ফজ়লের নগ্ন ছবি ফাঁস সোশাল মিডিয়ায়
সাধারণ মানুষই যে সাইবার ক্রাইমের ফাঁদে পরেছে তা নয়, এই তালিকায় আছেন তারকারাও। সেই তালিকায় এবার নতুন নাম যোগ হয়েছে অভিনেতা আলি ফজ়লের। অভিনেতার বেশ কিছু নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে গেছে। ফাঁস হওয়ার পরমুহূর্তেই তা ভাইরালও হয়েছে।
ali fazal
এই বিষয়ে অনুরাগী ও কাছের মানুষদের কাছ থেকে সমর্থন ও সাহায্য় আশা করেছেন তিনি। তিনি জানিয়েছেন, সঠিক সময়ে এর ব্য়াখ্য়াও দেবেন তিনি। তিনি বলেন, "এইধরনের কাজ যে বা যারা করেছে তারা শাস্তি পাবেই।"