লন্ডন : জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার বর্তমানে লন্ডনে রয়েছেন । তাঁর মা অরুণা ভাটিয়ার হাঁটুতে অপারেশনের জন্য লন্ডনে রয়েছেন । সেখানে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন অক্ষয় কুমার ।
বাবা-মা'কে সময় দেওয়ার জন্য ভক্তদের আবেদন অক্ষয়ের - Akshay Kumar urges fans to give time to parents
মায়ের হাঁটুতে অস্ত্রপচারের পর লন্ডনে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা অক্ষয় কুমার । ভক্তদেরও বাবা-মাকে সময় দেওয়ার জন্য আবেদন জানালেন তিনি ।
সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন অক্ষয় । যেখানে তাঁকে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে লন্ডনের রাস্তায় ঘুরছেন অভিনেতা । ক্য়াপশনে লিখেছেন, "মায়ের সঙ্গে কিছুদিন সময় কাটাতে লন্ডনে । আপনি নিজের জীবনে কতটা ব্যস্ত এবং কত বড় হয়ে গেছেন তা ম্যাটার করে না । ভুলে যাবেন না তাঁদেরও বয়স হচ্ছে... তাই যখনই পারবেন তাঁদের সঙ্গে সময় কাটান ।"
কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের 'মিশন মঙ্গল' বক্স অফিসে 150 কোটি কামিয়ে ফেলেছে । এরপর তাঁকে 'হাউসফুল ৪' ও 'লক্ষ্মী বম্ব'-এ দেখা যাবে ।