মুম্বই : স্টার হয়ে যাওয়ার পর অনেকেই আর পিছনে ফিরে তাকান না। ভুলে যান নিজের রুটকে। কিন্তু, অক্ষয় কুমার একেবারেই সেরকম নন। আরও একবার প্রমাণ করলেন সেটাই। ভিড়ে ঠাসা মেট্রোয় তিনি ট্র্যাভেল করলেন স্বচ্ছন্দে। শুধু তাই নয়, ভিডিয়ো রেকর্ডও করলেন হাসতে হাসতে।
ভারসোভা থেকে ঘাটকোপার অবধি ট্র্যাভেল করলেন অক্ষয়। এক পরিচালকের অনুরোধে হঠাৎ করেই মেট্রোয় চেপে পড়েন তিনি। প্রথম একটু দ্বিধাবোধ করেছিলেন, তবে একবার ট্রেনে চাপার পর উধাও সব সংশয়। একেবারে "বস"'-এর মতো করেই 2 ঘণ্টার রাস্তা 20 মিনিটে কভার করেন অক্ষয়, নিজেই লিখেছেন তিনি।