পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"সোশাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে নয়, কাজই অভিনেতার পরিচয়" - Ajay Devgn on tanhaji

অজয় দেবগন মনে করেন, কাজই একজন অভিনেতার পরিচয় । তিনি অনলাইনে কী পোস্ট করলেন তার উপর তাঁর পরিচয় নির্ভর করে না ।

dg
dg

By

Published : Jan 13, 2020, 10:01 PM IST

মুম্বই : সোশাল মিডিয়া থেকে দূরেই থাকেন অজয় দেবগন । সেখানে খুব একটা ছবি পোস্ট করতে দেখা যায় না তাঁকে । কারণ তিনি মনে করেন, কাজের মাধ্যমেই একজন অভিনেতার পরিচিতি হওয়া দরকার । তিনি অনলাইনে কী পোস্ট করলেন তার উপর ভিত্তি করে একেবারেই নয় ।

আর এই সোশাল মিডিয়ার সৌজন্যে এখন তারকাদের খুঁটিনাটি নেটিজ়েনদের নখদর্পণে । এ প্রসঙ্গে অজয় বলেন, "সোশাল মিডিয়ায় এখন তারকারা সব সময় নিজেদের তথ্য শেয়ার করেন । আগে সাধারণ মানুষ ভাবতেন যে তারকারা কীভাবে থাকেন, কী করেন এই সব । কিন্তু, এখন মানুষ ভাবেন তারকারা তাঁদের মতোই একজন ।"

সোশাল মিডিয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমি সোশাল মিডিয়া খুব বেশি ব্যবহার করি না । কারণ মনে করি তারকাদের পরিচিতি হওয়া উচিত তাদের কাজের মাধ্যমে । সোশাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে নয় । আমি যেখানেই যাই না কেন সম্মান পাই, আর এটা আমার ভালো লাগে ।"

সম্প্রতি মুক্তি পেয়েছে 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'। বক্স অফিস থেকে ইতিমধ্যে বেশ ভালো আয় করেছে ছবিটি । আর এই ছবির মাধ্যমে ক্যারিয়ারের 100 নম্বর ছবিতে অভিনয় করলেন অজয় । ক্যারিয়ারের শুরুতে 1991 সালে 'ফুল অউর কাঁটে'-র মতো ছবিতেও অভিনয় করেন তিনি । এ প্রসঙ্গে তিনি বলেন, "বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি । এর জন্য আমি নিজেকে লাকি বলে মনে করি । কারণ অনেক অভিনেতাই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চান । এক সময় কেউ 'রেনকোট'-এর মতো ছবিতে অভিনয় করতে চাইছিলেন না । তখন আমি অন্য ধরনের চরিত্রে অভিনয় করার জন্য ওই ছবিটি করি । সেটা দর্শকদের ভালো লাগবে কি না তা নিয়ে কোনও ভয় ছিল না । তখন আমায় অনেকেই ওই ধরনের ছবি করতে বারণ করেন । কিন্তু, এখন অনেকেই এই ধরনের ছবিতে কাজ করছেন ।"

'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র' ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা গেছে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে । অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে রয়েছেন সইফ আলি খান । এছাড়া 'ভূজ দা প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতেও অভিনয় করছেন অজয় । সেখানে স্কোয়াড্রন লিডার বিজয় কুমার কার্ণিকের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details