পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেমন আছেন ঐশ্বরিয়া-আরাধ্যা ? - ঐশ্বরিয়া রাই বচ্চনের খবর

জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে নানাবতী হাসপাতালে ভরতি হন ঐশ্বরিয়া আর আরাধ্য । এখন কেমন আছেন তাঁরা ? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আগের থেকে স্থিতিশীল অবস্থা মা-মেয়ের ।

Aishwrya Rai bachchan and aradhya feeling better
Aishwrya Rai bachchan and aradhya feeling better

By

Published : Jul 18, 2020, 7:08 PM IST

মুম্বই : 17 জুলাই নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা ঐশ্বরিয়া আর আরাধ্যাকে । প্রায় এক সপ্তাহ হোম কোয়ারানটিনে থাকার পরেও জ্বর আর শ্বাসকষ্ট না কমায় তাঁদের হাসপাতালে ভরতি করা হয় । এখন কেমন আছেন তাঁরা ?

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, "ঐশ্বরিয়ার কাশি ছিল । তবে এখন অনেকটা ভালো আছে । আরাধ্যা আর ঐশ্বরিয়া দু'জনকেই আর দু-তিনদিন থাকতে হবে হাসপাতালে ।"

.

এই হাসপাতালে গত সপ্তাহ থেকে চিকিৎসাধীন বিগ বি ও জুনিয়র বচ্চন । প্রায় প্রতিদিনই টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুরাগীদের আশ্বস্ত করছেন অমিতাভ । তাঁকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি ।

অমিতাভের বাড়ি জলসা সহ আর তিন বাংলোকে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে । BMC-র কর্মীরা স্যানিটাইজ় করেছেন তাঁর বাসস্থান ।

ABOUT THE AUTHOR

...view details