মুম্বই : পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকায় আদনান সামির নাম ওঠার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে । প্রথমত মাত্র চার বছর আগে ভারতের নাগরিকত্ব পেয়েছেন আদনান আর দ্বিতীয়ত তাঁর বাবা পাকিস্তানের সেনাবাহিনীতে ছিলেন ও 1999 সালে কার্গিলের যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করেছেন । তবে আদনান এই জাতীয় বিতর্কে পড়তে চান না । কারণ তিনি একজন সংগীতশিল্পী, যিনি রাজনীতির মধ্যে থাকতে চান না ।
সম্প্রতি একটি ইভেন্টে আদনানকে প্রশ্ন করা হয় যে, মুঘলরা ভারতীয় হিন্দুদের উপর যে অত্যাচার করেছেন কোনও এক সময়ে, তার জন্য এখনও ভারতীয় মুসলিমদের দোষ দেওয়া হয়, এই বিষয়টা কীভাবে দেখেন তিনি ? উত্তরে তিনি বলেন, "ইতিহাসের বেস্ট পার্ট হল ওটা অতীত । ভগবান আমাদের চোখ দিয়েছেন সামনের জিনিস দেখার জন্য, পিছনে তাকানোর জন্য নয় ।"