হায়দরাবাদ, 13 অক্টোবর : সন্তানসম্ভবা স্লামডগ মিলিয়েনেয়ার খ্যাত অভিনেত্রী অভিনেত্রী ফ্রিডা পিন্টো (Freida Pinto) ৷ সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর 'বেবি শাওয়ার'-এর বেশকিছু ছবি ৷ গত জুন মাসেই সোশ্যাল মিডিয়া মারফৎ ফ্রিডা জানিয়েছিলেন, প্রেমিক কোরি ট্যান এবং তাঁর সংসারে নতুন সদস্য আসতে চলেছে ৷ মা হতে চলেছেন তিনি ৷
মঙ্গলবার 'বেবি শাওয়ার'-এর অনুষ্ঠানে গিয়ে সাদা ফ্লোরাল লেন্থ ড্রেসে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এই অভিনেত্রী ৷ ছবিতে ফ্রিডাকে বেশ উজ্জ্বল ও উচ্ছ্বসিত দেখাচ্ছে ৷ ছবিতে তিনি লিখেছেন, "মনে রাখার মতো এরকম একটি বেবি শাওয়ার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বান্ধবীদের ধন্যবাদ ৷ নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে ৷"