পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 22, 2021, 12:44 PM IST

ETV Bharat / sitara

অভাবী মানুষদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া উচিত : সোনু সুদ

বুধবার সোনু তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে যাতে তিনি লিখেছেন, প্রত্যেক অভাবী মানুষের বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাওয়া উচিত ৷

সোনু সুদ
সোনু সুদ

মুম্বই, 22 এপ্রিল : করোনায় আক্রান্ত হয়েছে অভিনেতা সোনু সুদ ৷ এই সময়েও দুস্থ মানুষদের নিয়ে চিন্তিত তিনি ৷ তিনি চান যাতে দুস্থ-গরিব মানুষদের জন্য করোনার ভ্যাকসিন বিনামূল্য দেওয়া হয় ৷

বুধবার সোনু তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে যাতে তিনি লিখেছেন, " প্রত্যেক অভাবী মানুষকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাওয়া উচিত ৷ ভ্যাকসিনের দামের উপর লাগাম পরানো খুব গুরুত্বপূর্ণ ৷ কর্পোরেট প্রতিষ্ঠান এবং যে সব ব্যক্তির সামর্থ্য আছে তাদের উচিত সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া ৷ যাতে সকলে ভ্যাকসিন নিতে পারে ৷ ব্যবসা-বাণিজ্য পরেও করা যাবে ৷"

বুধবার রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়, সরকারি হাতপাতালগুলোতে 400 টাকা এবং বেসরকারি হাসপাতালগুলোতে 600 টাকা প্রতি কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া হবে ৷ এরপরই অভাবী মানুষদের জন্য বিনামূল্য ভ্যাকসিনের দাবি করে টুইট করেন সোনু ৷

এরই মধ্যে বুধবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 21.57 লক্ষেরও বেশি ৷ যা গত বছরের সর্বাধিক সক্রিয় করোনা রোগীর সংখ্যার চেয়ে দ্বিগুণ ৷

আরও পড়ুন :শঙ্খ ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

ABOUT THE AUTHOR

...view details