পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ডিপ্রেশনের পোস্টে কুরুচিকর মন্তব্য, ক্ষুব্ধ ইরা

কয়েকদিন আগে আমির খানের কন্যা ইরা খান সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন । সেখানে তিনি জানান, চার বছর ধরে ডিপ্রেশনের সঙ্গে লড়ছেন । ইরার এই পোস্টকে নিয়ে অনেকে ট্রোল করেছেন, অনেকে কুরুচিকর মন্তব্য করেছেন । সেই দেখে ক্ষুব্ধ আমির কন্যা ।

Aamir khan daughter ira khan mental health
Aamir khan daughter ira khan mental health

By

Published : Oct 16, 2020, 8:05 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ডিপ্রেশন নিয়ে অনেকেই সরব হয়েছেন । ইরা খানও নিজের মানসিক অস্থিরতার কথা শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায় । ডিপ্রেশন নিয়ে মানুষের ধারণা স্বচ্ছ করতে চেয়েছিলেন । তবে নিন্দুকের তো অভাব নেই ! তাই তাঁর সেই পোস্ট নিয়ে হয়েছে ট্রোলিং ।

এই দেখে ক্ষুব্ধ ইরা । তাই তিনি ইনস্টাস্টোরিতে সাফ জানিয়েছেন, "আমার মেন্টাল হেল্থ নিয়ে করা পোস্টে যদি কেউ কুরুচিকর বা অপ্রাসঙ্গিক মন্তব্য করেন, তাহলে আমি সেই মন্তব্য ডিলিট করে দেব ।"

তিনি আরও লিখেছেন, "ডিলিট করার পরও যদি আপনারা একই কাজ করেন তাহলে আমার পোস্ট আপনারা দেখতেই পাবেন না । আমি সেই ব্যবস্থাই করব ।"

এই কথা লিখে করে নেটিজেনদের থেকে রায় চেয়েছেন ইরা । 56 শতাংশ নেটিজেন ইরাকে অপ্রাসঙ্কিক মন্তব্য ডিলিট করার পরামর্শ দিয়েছেন । দেখে নিন..

সৌজন্যে ইনস্টাগ্রাম

ABOUT THE AUTHOR

...view details