মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ডিপ্রেশন নিয়ে অনেকেই সরব হয়েছেন । ইরা খানও নিজের মানসিক অস্থিরতার কথা শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায় । ডিপ্রেশন নিয়ে মানুষের ধারণা স্বচ্ছ করতে চেয়েছিলেন । তবে নিন্দুকের তো অভাব নেই ! তাই তাঁর সেই পোস্ট নিয়ে হয়েছে ট্রোলিং ।
এই দেখে ক্ষুব্ধ ইরা । তাই তিনি ইনস্টাস্টোরিতে সাফ জানিয়েছেন, "আমার মেন্টাল হেল্থ নিয়ে করা পোস্টে যদি কেউ কুরুচিকর বা অপ্রাসঙ্গিক মন্তব্য করেন, তাহলে আমি সেই মন্তব্য ডিলিট করে দেব ।"