মুম্বই : কোরোনা সংক্রমণ ও লকডাউনের মাঝেই মানুষকে জরুরি পরিষেবা দিয়ে চলেছেন অনেকে । তাঁদের মধ্যে রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মীরা । এবার তাঁদের ধন্যবাদ জানালেন আমির খান । স্বাস্থ্যকর্মী, মহারাষ্ট্র পুলিশ ও প্রশাসনকে টুইটারে ধন্যবাদ জানান তিনি ।
টুইটারে তিনি লেখেন, "চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মী, মহারাষ্ট্র পুলিশ, মহারাষ্ট্র প্রশাসন, BMC এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকল কর্মীরা এই সংকটের সময় যে কাজ করে চলেছে তা সত্যিই প্রশংসার যোগ্য । ধন্যবাদ ।"
এর আগে অন্য তারকাদের মতো তিনিও পিএমি কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন । তাঁর পরবর্তী ছবি লাল সিং চাড্ডার সঙ্গ যুক্ত সব জুনিয়র টেকনিশিয়নদেরও সাহায্য করেছেন ।
দেশে যখন কোরোনার সংক্রমণ শুরু হয়েছে তখন তিনি অমৃতসরে লাল সিং চাড্ডার শুটিংয়ে ব্যস্ত ছিলেন । এরপরই বলিউডে সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । আর তার কয়েকদিন পরই দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বর্তমানে মুম্বইয়ে পরিবারের সঙ্গে কোয়ারান্টাইনে রয়েছেন আমির খান ।
'লাল সিং চাড্ডা' 1994 সালে টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প'-এর রিমেক । এই ছবিতে আমির খানের পাশাপাশি দেখা যাবে করিনা কাপুরকেও ।