পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা মোকাবিলায় আমির খানের সহযোগিতা... - আমির খানের খবর

কোরোনা মোকাবিলায় রাষ্ট্রের যে বিপুল পরিমাণ খরচ হচ্ছে প্রতিদিন, সেই ভার কিছুটা হলেও ভাগ করে নিলেন আমির খান । অনুদান দিলেন কেন্দ্র, রাজ্য একাধিক তহবিলে ।

aamir khan too fight corona
aamir khan too fight corona

By

Published : Apr 7, 2020, 10:44 PM IST

মুম্বই : সলমন খান, শাহরুখ খানের পর এবার আমির খান । বাকি দুই খানের সঙ্গে তাল মিলিয়ে আমিরও এক বিশাল অঙ্কের টাকা অনুদান দিলেন কোরোনা মোকাবিলায় ।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন যে, আমির খান PM কেয়ার্স ফান্ড, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন ।

শুধু তাই নয়, নিজের পরবর্তী ফিল্ম 'লাল সিং চড্ডা'-র দিনমজুরদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমির । জানিয়েছেন তরণ ।

তরণের টুইট...

কয়েকদিন আগে শোনা গেছিল যে, সলমন খান তাঁর 'রাধে' ফিল্মের কর্মী ও টেকনিশিয়ানদের আগাম পারিশ্রমিক অ্যাকাউন্টে জমা করে দিয়েছেন । আমির ঠিক তেমনই কিছু করেছেন কিনা জানা যায়নি, শুধু এটুকু জানা গেছে যে, 'লাল সিং চড্ডা'-র কর্মীদের সাহায্য করবেন তিনি ।

শেষ 24 ঘণ্টায় 354 টি নতুন কেসের সঙ্গে ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল 4421-এ । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানা গেছে এই তথ্য ।

ABOUT THE AUTHOR

...view details