মুম্বই : অমর গায়ক কিশোর কুমার । তাঁর গান এখনও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় । আজ তাঁর জন্মদিনে আসুন তাঁর জীবনের কিছু অজানা সফরকে স্মরণ করি ।
4 অগাস্ট 1929-এ জন্মগ্রহণ করেছিলেন কিশোর কুমার । তাঁর আজ 90-তম জন্মদিন । 600-র বেশি হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি । এছাড়াও বাংলা, মারাঠি, অসমীয়া, গুজরাতি, কন্নড়, ভোজপুরী ও উড়িয়া ভাষার ছবিতেও গান গেয়ে দেশের সব ভাষার মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি ।
মধ্যপ্রদেশের খন্ডবাতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্ম নেন সবার প্রিয় কিশোর দা । বাড়ির সবচেয়ে ছোটো ছেলে আভাস কুমার গাঙ্গুলী উরফে কিশোর কুমারের ছোটো থেকেই সংগীতের প্রতি ভালোবাসা ছিল । অভিনেতা ও গায়ক কে এল সয়গলের খুব বড় ভক্ত ছিলেন কিশোর কুমার । তাঁর মতোই একজন গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন তিনি । তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে নিয়ে 18 বছর বয়সে মুম্বই চলে যান কিশোর দা ।
বড় দাদা অশোর কুমার ততদিনে মুম্বইতে অভিনেতা হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন । তিনিও চেয়েছিলেন কিশোর নায়ক হিসেবে নিজের পরিচয় তৈরি করুক । কিন্তু নায়ক নয়, গায়ক হিসেবে নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন কিশোর দা । ইচ্ছে না থাকলেও ছবিতে অভিনয় করতে শুরু করেন তিনি । কারণ এই সুযোগে ওই ছবিতে গান গাওয়ারও সুযোগ পেয়ে যেতেন তিনি । কিশোর কুমারের আওয়াজের সহগলের সঙ্গে অনেক মিল ছিল । 1948 সালে বম্বে টকিজ়ে 'জ়িদ্দি'-তে সহগলের স্টাইলে অভিনেতা দেবানন্দের জন্য 'মরনে কি দুয়ায়ে কিউ মাঙ্গু' গানটি গাওয়ার সুযোগ পান কিশোর ।