মুম্বই : নব্বইয়ের দশকে বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল । বলিউডে অভিষেকের পর থেকেই একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের । তাঁর ঝুলিতে রয়েছে পদ্মশ্রীসহ মোট 6 টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড । আজ 45 বছরে পা দিলেন অভিনেত্রী ।
মাত্র ১৬ বছর বয়সেই অভিনয় শুরু করেছিলেন কাজল । প্রথম ছবি 'বেখুদি' দর্শকের কাছে জনপ্রিয় না হলেও ছবিতে কাজলের অভিনয় সকলের পছন্দ হয়েছিল ।
১৯৯৩ সালে তাঁর প্রথম জনপ্রিয় ছবি 'বাজ়িগর' । ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত 'করণ-অর্জুন' ও 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' সেসময়ের হিট ফিল্মগুলির মধ্যে অন্যতম ।
'কভি খুশি কভি গম'-র পর অনেকদিন অভিনয় জগৎ থেকে বিচ্ছিন্ন থাকার পর 'ফানা'-তে অভিনয় করে বলিউডে ফেরেন অভিনেত্রী । জিতে নেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও ।
কাজল-শাহরুখ জুটি বলিউডে খুবই সফল এবং তাঁদের একটিও ছবি ফ্লপ হয়নি । বাজ়িগর, করণ-অর্জুন, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ় খান এই জুটির ব্লকব্লাস্টার হিট ।
হ্যাঁ, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত 'দিলওয়ালে' হিট না হলেও ছবিতে শাহরুখ-কাজলের কেমিস্ট্রি সকলের পছন্দ হয় ।
আপনারা নিশ্চয় দেখেছেন, 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'-র 'রুক যা অ্যায় দিল দিবানে' গানে শাহরুখ কাজলকে ফেলে দেন । এই গানের শুটিংয়ের সময় কাজলকে ফেলার কথা শাহরুখ জানলেও লোকানো হয়েছিল কাজলের থেকে । আসলে আদিত্য চোপড়া কাজলের চেহারায় আসা অরিজিনাল এক্সপ্রেশনকে ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন ।
এই ছবির সঙ্গে যুক্ত আরেকটি ঘটনাও আছে । ছবির টাইটেল সবার পছন্দ হলেও কাজল এটিকে বলেছিলেন 'টপোরি' । ছবির নামটি অনুপম খেরের স্ত্রী কিরণ খের সুপারিশ করেছিলেন ।
কাজল ও অজয় দেবগনের রোম্যান্স শুরু হয় 'গুন্ডারাজ'-র সেট থেকে । নিজের কর্মজীবনের শিখরে থাকাকালীন অজয় দেবগনকে বিয়ে করায় কাজলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন অনেকে ।
অজয় দেবগন ও কাজলের মেজাজ, চিন্তাধারা একে অপরের থেকে অনেক আলাদা হওয়ায় অনেকে ধরেই নিয়েছিলেন এই বিয়ে বেশিদিন টিকবে না । কিন্তু বর্তমানে তাঁদের জুটিকেই ভালোবাসার উদাহরণ হিসেবে ধরা হয় ।
গত বছর কাজলের জন্মদিনে মুক্তি পেয়েছিল 'হেলিকপ্টার ইলা'-র ট্রেলার । ছবিটি 7 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল । ছবিতে কাজলকে একজন সিঙ্গেল মাদার ইলার চরিত্রে দেখা যায় ।
কাজলকে তাঁর জন্মদিনে ETV ভারত সিতারার তরফে অনেক শুভেচ্ছা ।