লন্ডন, 30 মার্চ: 24 ঘণ্টার মধ্যেই কি বড় বিপদে পড়বে পৃথিবী ? এই প্রশ্ন উঠছে ! কারণ, ভয় দেখাচ্ছে 'পৃথিবীর প্রাণ ভোমরা' সূর্য ! সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরে দাবি করা হচ্ছে, সূর্যপৃষ্ঠে নাকি এক পেল্লাই গর্তের খোঁজ মিলেছে ! সেই গর্ত আকারে আমাদের এই সাধের নীলগ্রহের থেকে প্রায় 20 গুণ বড় ! সেই গর্ত হয়েই নাকি সৌরঝড় ধেয়ে আসবে পৃথিবীর দিকে ! আর সেই আশঙ্কা সত্যি হতে পারে শুক্রবারের মধ্যেই !
বিষয়টির ব্যাখ্যা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইউনিভার্সিটি অফ লন্ডন মহাকাশ ও জলবায়ু পদার্থবিদ্যার অধ্যাপক ড্য়ানিয়েল ভার্সারেন ৷ তিনি জানিয়েছেন, প্রতি ঘণ্টায় 18 লক্ষ মাইল বেগে পৃথিবীতে আছড়ে পড়তে পারে এই ভূ-চৌম্বকীয় ঝড় ! অন্যদিকে, ইউএস ন্যাশনাল ওসিয়ানিক অ্য়ান্ড অ্য়াটমস্ফিয়ারিক অ্য়ামিনিস্ট্রেশন বা এনওএএ-র বিজ্ঞানীর এই প্রসঙ্গে জানিয়েছেন, একটি শক্তিশালী ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে মারাত্মক ব্যাঘাত তৈরি করতে পারে ৷
বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলা সূর্যের এই গর্ত সম্পর্কে ড্য়ানিয়েল আরও জানিয়েছেন, এই গর্তটির আকার তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় ৷ কিন্তু, এটির অবস্থান অর্থাৎ সূর্যপৃষ্ঠের যে জায়গায় এই গর্তটি রয়েছে, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ এই প্রসঙ্গে ড্যানিয়েলকে বলেন, "আমি অনুমান করছি, চলতি সপ্তাহে শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যেই সূর্যের ওই গর্ত থেকে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হাওয়া পৃথিবীর দিকে ধেয়ে আসবে ৷" প্রসঙ্গত, চলতি সপ্তাহেরই প্রথম দিকে প্রথম নাসার নজরে বিষয়টি আসে ৷ তারা জানায়, সূর্যপৃষ্ঠে একটি দানবাকার কালো অংশের খোঁজ মিলেছে ৷ পরে জানা যায়, সেটি আসলে একটি বিরাট গর্ত !
আরও পড়ুন:রাতের আকাশে 'প্যারেড' পাঁচ গ্রহের ! বিরল মুহূর্তের সাক্ষী থাকুন আপনিও
মহাকাশ পদার্থবিদ্যার অধ্য়াপক ম্যাথিউ ওয়েন্স এই প্রসঙ্গে বলেন, সৌরপৃষ্ঠে এমন গর্তের দেখা পাওয়া অস্বাভাবিক কিছু নয় ৷ কারণ, সূর্য এখন তার ক্রিয়াশীলতার চরম পর্যায়ে রয়েছে ৷ সাধারণত, প্রতি 11 বছর অন্তর এমন পরিস্থিতি তৈরি হয় ৷ মাথিউয়ের কথায়, "এই গর্তটি নিরক্ষরেখায় অবস্থান করছে ৷ তাই একটি বিষয় নিশ্চিত যে, কয়েকদিন পরই আমরা পৃথিবীতে কিছু তীব্র হাওয়া অনুভব করতে পারব ৷ তবে, এর ফলে বড় কোনও সমস্যা তৈরি হবে কি না, সেটা এখনই বলা সম্ভব নয় ৷"