পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / science-and-technology

Coldspots of Coronavirus: করোনার কোল্ডস্পট্সই কি ভবিষ্যতে ঠেকাবে ভাইরাসের হানা ?

করোনাভাইরাসের মধ্যেই খোঁজ মিলল নয়া অ্য়ান্টিবডির ! বিজ্ঞানীরা একে বলছেন কোল্ডস্পট্স (Coldspots of Coronavirus) ৷ কেন বলা হচ্ছে একথা ?

researchers found Coldspots of Coronavirus which may fight with infection in future
প্রতীকী ছবি

By

Published : Jan 27, 2023, 10:15 PM IST

লন্ডন, 27 জানুয়ারি: করোনাভাইরাসের মধ্যে এমন কিছু অংশ খুঁজে পাওয়া গিয়েছে, যা কোনও অবস্থাতেই পরিবর্তিত হয় না ৷ বিজ্ঞানীরা একে বলছেন 'শীতল অংশ' (Coldspots of Coronavirus) ৷ এ নিয়ে ইতিমধ্য়েই গবেষণা শুরু হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত যেটুকু তথ্য সামনে এসেছে, তাতে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা ৷ তাঁরা বলছেন, করোনাভাইরাসের এই শীতল অংশগুলিতে যে অ্য়ান্টিবডি তৈরি হচ্ছে, তার সাহায্যেই আগামী দিনে করোনার বিরুদ্ধে যুদ্ধ জয় করা সম্ভব হবে ৷

এখন বিজ্ঞানীদের সামনে বেশ কিছু পরিস্থিতি ও প্রশ্ন রয়েছে ৷ যেমন, গত প্রায় তিনবছরের মধ্যে এটুকু প্রমাণ হয়ে গিয়েছে যে করোনাভাইরাস প্রতি মুহূর্তে রূপবদল করে ৷ এর ফলে পরিচিত অ্য়ান্টিবডি ব্যবহার করে আর ভাইরাসের মোকাবিলা করা যায় না ৷ এই পরিস্থিতি মানবজাতির সামনে একটি বিরাট চ্যালেঞ্জ ৷ কিন্তু, প্রশ্ন হল, করোনাভাইরাসের এই ভোলবদলের জন্য কি ভাইরাসের পুরোটাই দায়ী ? নাকি এই পরিবর্তন ঘটে শুধুমাত্র ভাইরাসের নির্দিষ্ট কিছু অংশে ? সেক্ষেত্রে কি ভাইরাসের বাকি অংশটুকু বরাবর একই থেকে যায় ?

আরও পড়ুন:বিশ্বের প্রথম ন্যাজাল কোভিড ভ্যাকসিনের আত্মপ্রকাশ হল ভারতে

সুইৎজারল্য়ান্ডের দুই গবেষক পড়ুয়ার হাতে আসা তথ্য বলছে, মানুষের শরীরে বাসা বাঁধা করোনাভাইরাসের একাংশ একেবারেই অপরিবর্তিত থাকে ৷ করোনাভাইরাসের প্রায় 1 কোটি শৃঙ্খল খুটিয়ে পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্তে এসেছেন ওই দুই গবেষক পড়ুয়া ৷ তাঁদের মধ্যে একজন হলেন ভার্জিনিয়া ক্রিভেল্লি ৷ তিনি এই প্রসঙ্গে বলেন, "আমরা ভাইরাসের ওই বিশেষ অংশগুলিকে বলছি, কোল্ডস্পট্স ৷ ভাইরাসের অধিকাংশটাই খুব দ্রুত রূপ বদলে ফেলছে ৷ কিন্তু, এখনও পর্যন্ত আমরা 15টি এমন অংশ খুঁজে পেয়েছি, যেখানে ভাইরাসের চরিত্র অপরিবর্তিত থেকে যাচ্ছে ৷"

বিশেষজ্ঞদের ব্যাখ্যা, এই কোল্ডস্পট্স আদতে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অ্য়ান্টিবডি ! ভার্জিনিয়ার সহগবেষক ফিলিপ্পো বিয়ানচিনি এই প্রসঙ্গে বলেন, "এই অ্য়ান্টিবডিগুলি অত্যন্ত বিরল ৷ কিন্তু, নতুন ব্যবস্থাপনার সাহায্যে আমরা এগুলিকে খুঁজে পেতে সক্ষম হয়েছি ৷" ফিলিপ্পো জানিয়েছেন, তাঁরা যখন করোনাভাইরাস নিয়ে গবেষণাগারে পরীক্ষা করছিলেন, সেই সময় এই অ্যান্টিবডিগুলিই ভাইরাসের সংক্রমণ রুখে দেয় ! এমনকী, করোনাভাইরাসের সাম্প্রতিকতম বিবর্তিত সংস্করণটিও এই অ্যান্টিবডির কাছে আত্মসমর্পণ করেছে !

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি ভাইরাসের এই কোল্ডস্পট্স তথা নিজস্ব অ্য়ান্টিবডিই আগামী দিনে করোনার সংক্রমণ ঠেকাবে ? এই গবেষণার রিপোর্ট তৈরির কাজে নিযুক্ত ডেভিড রব্বিয়ানি এই প্রসঙ্গে বলেন, "আমাদের গবেষণা বলছে, আগামী দিনে যে করোনাভাইরাস আমাদের আক্রমণ করবে, তার প্রতিরোধ হয়তো এখনই তৈরি করে ফেলা সম্ভব !"

ABOUT THE AUTHOR

...view details