নয়াদিল্লি, 7 জানুয়ারি: বিশ্বের দ্রুততম 5জি পরিষেবা চালু করেছে ভারত ৷ এই কৃতিত্ব অর্জনের পরে এবার ভারতের নতুন লক্ষ্য 6জি পরিষেবা ৷ ষষ্ঠ প্রজন্মের যোগাযোগ প্রযুক্তিকে আরও উন্নত করতে আসছে এই 6জি পরিষেবা ৷ এই কানেকশন তৈরি করে বিশ্বব্যাপী টেলিকম সেক্টরে ছাপ ফেলতে চলেছে ভারত । 2022 সালে 5জি কানেকশনের স্পেকট্রাম বরাদ্দ করা হয় ৷ এরপর রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেল, এই দুটি বৃহত্তম টেলিকম সংস্থা দেশের 22টি পরিষেবা ক্ষেত্র জুড়ে প্রথম বছরে 5জি চালুর লক্ষ্যমাত্রা অর্জন করেছে ।
বর্তমানে 6জি পরিষেবার বিষয়টি ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে ৷ তবে মানব-মেশিন এবং মেশিন-মেশিন সংযোগের প্রতিশ্রুতি পূরণ করবে 6জি ৷ এর জন্য তরঙ্গ তৈরি করা হচ্ছে ৷ 6জির মাধ্যমে টেলিকম ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে । পরবর্তী প্রজন্মের জন্য 6জি পরিষেবা 5জি প্রযুক্তির উপরেই নির্মিত হবে ৷ সম্ভবত 5জি-এর চেয়ে প্রায় 100 গুণ দ্রুত গতিতে আরও নির্ভরযোগ্য, অতি-নিম্ন লেটেন্সি এবং সাশ্রয়ী মূল্যের সমাধান প্রদান করবে ৷