ওয়াশিংটন, 18 এপ্রিল: 21 বছর পর পৃথিবীতে ফিরছে নাসার তৈরি কৃত্রিম উপগ্রহ রিউভেন ব়্যামাটি হাই এনার্জি সোলার স্পেকট্রোস্কোপিক ইমেজার ৷ সংক্ষেপে যার নাম আরএইচইএসএসআই ৷ নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, 2002 সালে এই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হয়েছিল ৷ সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই (20 এপ্রিল, 2023- ভারতীয় সময় অনুসারে) মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে আরএইচইএসএসআই ৷ পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকে সৌরশিখা এবং সূর্যের ভর নির্গমন প্রক্রিয়া পর্যবেক্ষণ করাই ছিল তার দায়িত্ব ৷ টানা 16 বছর ধরে সাফল্যের সঙ্গে সেই দায়িত্ব পালন করেছে এই কৃত্রিম উপগ্রহটি ৷ তার এই পরিষেবায় উপকৃত হয়েছেন অসংখ্য মহাকাশ বিজ্ঞানী ও পদার্থবিদ ৷ কিন্তু, উৎক্ষেপণের 16 বছর পর 2018 সালে এই উপগ্রহটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে গিয়ে সমস্যায় পড়েন নাসার বিজ্ঞানীরা ৷ ফলে সেটিকে বাতিল করে দিতে হয় ৷
অবশেষে সেই বাতিল কৃত্রিম উপগ্রহ ফিরে আসছে তার জন্মভূমে ৷ আমেরিকার প্রতিরক্ষা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, তারা আরএইচইএসএসআই-এর গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছে ৷ এটির ওজন প্রায় 660 পাউন্ড ৷ পর্যবেক্ষকদের হিসাব বলছে, বুধবার স্থানীয় সময় রাত 9টা 30 মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরবে আরএইচইএসএসআই ৷ ভারতীয় সময় অনুসারে সেটা হবে, বৃহস্পতিবার সকাল 7টা ৷ তবে, এই সময়সীমার বদল হতে পারে ৷ নাসার অনুমান, পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পরই এই কৃত্রিম উপগ্রহে আগুন লেগে যাবে ৷ তারপর ভৃপৃষ্ঠে (অথবা জলভাগে) আছড়ে পড়বে সেটি ৷ তবে, এই সংঘাতের পরও আরএইচইএসএসআই-এর কিছু অংশ অক্ষত থেকে যেতে পারে ৷ এই প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষা বিভাগ একটি বিবৃতি প্রকাশ করে বলেছেন, "এই ঘটনায় পৃথিবীতে বসবাসকারী কারও ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম ৷ সেই সম্ভাবনার পরিমাণ 2 হাজার 467 ভাগের একভাগ ৷"