Mamata Banerjee Live
আউট্রাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলার উদ্বোধনে মমতা, দেখুন সরাসরি... - গঙ্গাসাগর মেলা
<p>Mamata Banerjee Live: সোমবার গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি পর্যালোচনার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে গিয়ে গতকাল গঙ্গাসাগর মেলা 2024 উদ্বোধন করেছেন তিনি ৷ আগামিকাল অর্থাৎ 8 তারিখ থেকে শুরু হওয়া গঙ্গাসাগর মেলা 17 জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিবারের মতো সংক্রান্তির আগেই ভিন রাজ্য থেকে সাধুরা আসতে শুরু করে দিয়েছিলেন শহর কলকাতায়। প্রতিবছরই গঙ্গাসাগর উপলক্ষে সাধু-সহ লক্ষ লক্ষ পুণ্যার্থী কলকাতার বাবুঘাট, প্রিন্সেপ ঘাট চত্বরে আসেন। অন্যদিকে, এবার কুম্ভমেলা না-থাকায় গঙ্গার ঘাটে পুণ্যস্নানে ভিড় বাড়বে বলেই মনে করছে প্রশাসন। কলকাতায় সাগর মেলায় তাই মাস্ক, স্যানিটাইজার ছাড়াও করোনা পরীক্ষা কেন্দ্র খোলা হবে। আর আজ, মঙ্গলবার কলকাতার আউট্রাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর মেলার উদ্বোধন সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷</p>
Published : Jan 9, 2024, 5:26 PM IST
|Updated : Jan 9, 2024, 6:01 PM IST
Last Updated : Jan 9, 2024, 6:01 PM IST